তারাবিহতে আজ: ২৫তম তারাবিহ

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা মুজাদালা, আয়াত: ১-২২

এ অংশের বিষয়বস্তু:

  • জিহারের (ফিকাহ শাস্ত্রের একটি নীতি) বিধান।

  • নাস্তিকদের জন্য রয়েছে শাস্তি।

  • মজলিশে একান্তে কথা বলার এবং বসার বিধান।

  • কাদের প্রতি আল্লাহর গজব।

সুরা হাশর, আয়াত: ১-২৪

এ অংশের বিষয়বস্তু:

  • ইহুদিদের বিশ্বাসঘাতকতা এবং তাদের উৎখাতের বিবরণ।

  • মুনাফিকদের আচরণ।

  • বিশ্বাসীদের প্রতি উপদেশ।

  • কোরআনের মর্যাদা।

  • আসমাউল হুসনা।

সুরা মুমতাহানা, আয়াত: ১-২৪

এ অংশের বিষয়বস্তু:

  • আল্লাহ ও বিশ্বাসীদের যারা শত্রু, তাদের বন্ধু হিসাবে গ্রহণে নিষেধাজ্ঞা। এ নিয়ে ইবরাহিমের আদর্শ।

  • আল্লাহ্ বিশ্বাসীদের জন্য শত্রুদের মধ্য থেকেও বন্ধু বের করে দিতে পারেন।

  • হিজরত করে আসা নারীদের জন্য নীতি।

সুরা সাফফ, আয়াত: ১-১৪

এ অংশের বিষয়বস্তু:

  • বিশ্বাসীদের বিমুখ আচরণের নিন্দা।

  • মুসা ও ঈসার সঙ্গীরা তাদের কষ্ট দিয়েছিল। মহানবীর (সা.) আগমন নিয়ে ঈসা (আ.)–এর ভবিষ্যদ্বাণী।

  • অবিশ্বাসীরা ইসলামকে নির্বাপিত করতে চায়। রাসুলকে পাঠানো হয়েছে ইসলামকে বিজয়ী করতে।

  • আজাব থেকে মুক্তির উপায় ইমান ও জিহাদ। বিশ্বাসীদের আল্লাহর সাহায্যকারী হওয়ার নির্দেশ।

সুরা জুমা, আয়াত: ১-১১

এ অংশের বিষয়বস্তু:

  • রাসুল ও কিতাব পাঠানোর উদ্দেশ্য।

  • ইহুদিরা তাওরাতের সঙ্গে গাধার মতো আচরণ করেছিল। ইহুদিদের ভ্রান্ত বিশ্বাস।

  • জুমার নামাজ আদায়ের নির্দেশ। আজান হলে উপার্জনে বিরতির এবং নামাজ শেষে উপার্জনে নেমে পড়ার নির্দেশ।

সুরা মুনাফিকুন, আয়াত: ১-১১

এ অংশের বিষয়বস্তু:

  • মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকেরা আল্লাহর ক্ষমা পাবে না।

  • বিশ্বাসীদের প্রতি উপদেশ। সন্তান ও সম্পদ যেন আল্লাহর পথে বাধা না হয়।

সুরা তাগাবুন, আয়াত: ১-১৮

এ অংশের বিষয়বস্তু:

  • একত্ব ও পুনরুত্থানের যুক্তি।

  • ইমান আনার আহ্বান। হাশরের দিন হারজিতের।

  • বিপদ আসে আল্লাহর নির্দেশে। বিশ্বাসীরা যেন আল্লাহর ওপর ভরসা করে।

  • বিশ্বাসীদের স্বজন ও সম্পদ পরীক্ষার বিষয়। সাফল্যের পথ তাকওয়া, আনুগত্য ও ইনফাক।

সুরা তালাক, আয়াত: ১-১২

এ অংশের বিষয়বস্তু:

  • তালাক দেওয়া এবং স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি।

  • ইদ্দতকাল কতদিন, ইদ্দতকালে তালাকপ্রাপ্ত তার স্বামীর বাড়িতেই থাকবে। ইদ্দতকালের ভরণপোষণ। তালাকপ্রাপ্তের মাধ্যমে তালাকদাতার সন্তান লালন।

  • অতীতে যারা রাসুলকে প্রত্যাখ্যান করেছিল তাদের পরিণতি।

  • অবিশ্বাসীদের কর্তব্য। আল্লাহ সর্বশক্তিমান।

সুরা তাহরিম, আয়াত: ১-১২

এ অংশের বিষয়বস্তু:

  • হালালকে হারাম করার অধিকার নবীর নেই। শপথের বিধান।

  • নবীর স্ত্রীদের প্রতি উপদেশ।

  • বিশ্বাসীদের প্রতি উপদেশ।

  • নবীর প্রতি অবিশ্বাসী ও কপটদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ। নূহ ও লুতের স্ত্রী অবিশ্বাসীদের জন্য উপমা। বিশ্বাসীদের জন্য উপমা ফিরাউনের স্ত্রী ও মরিয়ম।