চিনি মসজিদ

চিনি মসজিদ সৈয়দপুর উপজেলায় অবস্থিত। চিনি মসজিদের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মসজিদটি ইট ও সুরকি দিয়ে নির্মিত। দেওয়ালের ওপর চিনামাটির থালার ও কাচের ভগ্নাংশ বসিয়ে কারুকাজ করা হয়েছে। পদ্ধতিটি চিনি করা বা চিনি দানার কাজ করা বলে পরিচিত। সেই থেকেই মসজিদটির নাম হয়েছে চিনি মসজিদ মসজিদ।ছবিগুলো তুলেছেন সৈয়দ জাকির হোসেন

চীনা মাটির থালার ভগ্নাংশ দিয়ে মসজিদটি মোড়ানো বলে একে অনেকে চীনা মসজিদও বলে থাকে।

মসজিদের দেওয়ালে কারুকাজ হিসেবে ফুলদানি, ফুলের ঝাড়, একটি বৃন্তে একটি ফুল, চাঁদ–তারা ইত্যাদি খচিত রয়েছে।

 কীভাবে যাওয়া যায়: চিনি মসজিদ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। সৈয়দপুর রেলওয়ে স্টেশনে নেমে রিকশায় করে চিনি মসজিদ যাওয়া যায়।

১ / ৯
চিনি মসজিদের বারান্দা
২ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ
৩ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ
৪ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ
৫ / ৯
চিনি মসজিদের বারান্দা
৬ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ
৭ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ
৮ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ
৯ / ৯
বাইরে থেকে চিনি মসজিদ