বানু হানিফার প্রতিনিধিদল

হজরত উবাই ইবনে কাব (রা.)-র বরাতে এই হাদিসটির বর্ণনা আছে।

নবী (সা.) একদল অশ্বারোহী সৈন্যকে নজদের দিকে পাঠিয়েছিলেন। তাঁরা সুমামাহ ইবনু উসাল নামে বনু হানিফার এক লোককে ধরে এনে মসজিদে নববির একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখল। তার কাছে গিয়ে নবী (সা.) বললেন, ওহে সুমামাহ, তোমার কেমন লাগছে? সে উত্তর দিল, হে মুহাম্মদ, ভালোই তো লাগছে। যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে একজন খুনিকে হত্যা করবেন। যদি দয়া দেখান, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন। আর যদি অর্থসম্পদ পেতে চান, তাহলে যত ইচ্ছা দাবি করুন।

আরও পড়ুন

নবী (সা.) তাকে সেই অবস্থায় রেখে দিলেন। পরের দিন এল। নবী (সা.) আবার তাকে বললেন, ওহে সুমামাহ, তোমার কেমন লাগছে? সে বলল, আপনাকে যেমনটা বলেছিলাম, সে রকমই লাগছে। যদি আপনি দয়া দেখান, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন।

তিনি তাকে সে অবস্থাতেই রেখে দিলেন। আবার তার পরের দিন এল। তিনি জিজ্ঞেস করলেন, হে সুমামাহ, তোমার কেমন লাগছে? সে বলল, আমার কাছে তা-ই মনে হচ্ছে, যা আমি আগে বলেছি।

নবী (সা.) বললেন, তোমরা সুমামাহর বাঁধন খুলে দাও।

আরও পড়ুন

এবার সুমামাহ মসজিদে নববিতে প্রবেশ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। (তিনি বললেন,) হে মুহাম্মদ, আল্লাহর কসম! এর আগে আমার কাছে জমিনের ওপর আপনার চেহারার চেয়ে বেশি অপ্রিয় আর কোনো চেহারা ছিল না। কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সবার চেয়ে বেশি প্রিয় চেহারা। আল্লাহর কসম, আমার কাছে আপনার ধর্মের চেয়ে বেশি ঘৃণা করার মতো আর কোনো ধর্ম ছিল না। এখন আপনার ধর্মই আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। আল্লাহর কসম, আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর আর কোনোটি ছিল না। এখন আপনার শহরই আমার কাছে সব শহরের চেয়ে বেশি প্রিয়। আমি যখন ওমরাহর উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তখন আপনার অশ্বারোহী সৈনিকেরা আমাকে ধরে এনেছে। এখন আপনি আমাকে কী হুকুম করেন?

আরও পড়ুন

তখন রাসুলুল্লাহ (সা.) তাকে সুসংবাদ দিলেন এবং ওমরাহ আদায়ের নির্দেশ দিলেন।

এরপর সে যখন মক্কায় এল, তখন এক ব্যক্তি তাকে বলল, বিধর্মী হয়ে গেছ? তিনি উত্তরে বললেন, না, বরং আমি মুহাম্মদ রাসুলুল্লাহ (সা.)-এর কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম, নবী (সা.)-এর অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামাহ থেকে গমের একটি দানাও আসবে না।

 সহিহ্ বুখারি, হাদিস: ৪৩৭২