তারাবিহতে আজ: ২৩তম তারাবিহ
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা আহকাফ, আয়াত ১-৩৫
এ অংশের বিষয়বস্তু:
যারা আল্লাহ ছাড়া অন্যদের কাছে দোয়া প্রার্থনা করে, তাদের অসহায়ত্ব।
আল্লাহর কিতাব ও রিসালাতকে অস্বীকার করার প্রাপ্তি।
আল্লাহর একত্ববাদের বিশ্বাসীদের কোনো ভয় থাকবে না।
মা–বাবার প্রতি ইহসানের নির্দেশ। মুমিন পিতামাতার অবাধ্য হওয়ার মন্দ পরিণতি।
অতীতের জাতিগুলো নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করায় তারা ধ্বংস হয়েছে।
একদল জিনের কোরআন শোনা, ইমান আনা এবং নিজেদের জাতির কাছে দাওয়াত দানের বিবরণ।
সুরা মুহাম্মদ, আয়াত ১-৩৮
এ অংশের বিষয়বস্তু:
অবিশ্বাসীরা আল্লাহর পথে বাধা দান করে, তাই তাদের সব কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে।
মুহাম্মদ (সা.)–এর ওপর অবতীর্ণ কিতাবের প্রতি যারা ইমান আনে, আল্লাহ তাদের সাহায্য করবেন। কারণ, তিনি তাদের রব।
মুমিনদের প্রাপ্য জান্নাত আর কাফিরদের প্রাপ্য জাহান্নামের তুলনা। যারা হিদায়াতের পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত ও তাকওয়া বাড়িয়ে দেন। নবীকে তাঁর ত্রুটিবিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনার নির্দেশ।
মুনাফিক ও দুর্বল মুমিনদের অবস্থার বিবরণ। দুর্বলতার কারণ কোরআন অনুধাবন না করা। যারা ইমানের দাওয়াত প্রত্যাখ্যান করে, মৃত্যুকালে তাদের পেটানো হয়।
আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন খাঁটি মুজাহিদদের বাছাই করার জন্য।
আল্লাহর পথে ব্যয়ে কৃপণতা করা মুমিনের কাজ নয়।
সুরা ফাতহ, আয়াত ১-২৯
এ অংশের বিষয়বস্তু:
হুদাইবিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা। আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি দেন।
মুনাফিক ও মুশরিকদের প্রতি আল্লাহর গজব আসে। মুহাম্মদ (সা.) আল্লাহর পক্ষ থেকে সত্যের সাক্ষ্য, সুসংবাদদাতা ও সতর্ককারী।
হুদাইবিয়ার বায়াত ও সন্ধির প্রশংসা। আল্লাহ রাসুলের স্বপ্নকে সত্য প্রমাণিত করেছেন।
রাসুলকে সত্য দীন নিয়ে পাঠানোর উদ্দেশ্য। মুহাম্মদ (সা.) ও তাঁর সাথিদের বৈশিষ্ট্য, তাঁদের জীবনের লক্ষ্য এবং তাওরাত ও ইঞ্জিলে তাঁদের উপমা।
সুরা হুজুরাত, আয়াত ১-১৮
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহর রাসুলের সামনে কণ্ঠস্বর নিচু করতে হবে।
অবিশ্বাসীদের সংবাদ গ্রহণে সতর্ক হওয়ার নির্দেশ। রাসুলের আনুগত্যের নির্দেশ।
মুমিনদের মধ্যে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে বিরোধ মীমাংসার পদ্ধতি।
মুমিনদের প্রতি কতিপয় মন্দ গুণাবলি পরিহার করার নির্দেশ।
সৃষ্টিগতভাবে সব মানুষ সমান। আল্লাহর কাছে অধিক মর্যাদাবান লোক তারা, যারা তাকওয়ার দিক থেকে এগিয়ে।
প্রকৃত মুমিন কারা। ইসলাম গ্রহণ করা আল্লাহর উপকার করা নয়, বরং এটা ইসলাম গ্রহণকারীদের প্রতি আল্লাহর অনুগ্রহ।
সুরা কাফ, আয়াত ১-৪৫
এ অংশের বিষয়বস্তু:
আখিরাত ও পুনরুত্থানের যুক্তি।
যারা রাসুলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তাদের পরিণতি।
হাশর, বিচার এবং শান্তি ও পুরস্কার অনিবার্য।
অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমুহের ইতিহাস থেকে চিন্তাশীল লোক উপদেশ গ্রহণ করে।
কিয়ামতের আগমন ও পুনরুত্থান অনিবার্য। মানুষকে কোরআন দিয়ে সতর্ক করো।
সুরা জারিয়াত, আয়াত ১-৩০
এ অংশের বিষয়বস্তু:
প্রতিদান দিবস অবশ্যই আসবে। সন্দেহ পোষণকারীরা অবশ্যই শাস্তি ভোগ করবে।
মহৎ গুণের অধিকারী মুত্তাকিরা অবশ্যই জান্নাতে যাবে।
নবীদের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের ধ্বংস করা হয়েছে।