নবী প্রেমের প্রতিদান কী

নবীজির (সা.) দীর্ঘদিনের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক (রা.)। তিনি বলেন, এক ব্যক্তি নবীজি(সা.)কে জিজ্ঞেস করল, ‘কেয়ামত কবে হবে?’ নবীজি(সা.) বললেন, ‘তুমি তার জন্য কী প্রস্তুতি নিয়েছ?’ সে বলল, তেমন কিছু না, তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি।’ নবীজি (সা.)বললেন, ‘তুমি যাকে ভালোবাসো, (পরকালে) তার সঙ্গে থাকবে।’

অন্য হাদিসে আছে, নবীজি (সা.) যখন বললেন ‘তুমি কী প্রস্তুতি নিয়েছ?’ লোকটি মাথা নিচু করে ফেলল। তারপর বলল, ‘আল্লাহর রাসুল, রোজা, নামাজ ও সদাকার মতো বড় কোনো প্রস্তুতি তো নিতে পারিনি। কিন্তু আমি আল্লাহ ও তার রাসুল(সা.)কে ভালোবাসি।’ নবীজি (সা.) বললেন, ‘যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গেই থাকবে।’

আনাস (রা.) বলেন, ‘তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবে’, এই কথা শুনে আমরা এত খুশি হলাম, যা আর কিছুতে হইনি। আমি নবীজি(সা.)কে এবং আবু বকর (রা.) ও ওমর(রা.) কে ভালোবাসি। আশা করি, তাদের ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গে থাকব, যদিও তাদের মতো আমল করতে পারিনি।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,৬৮৮ ও ৭,১৫৩; সহিহ মুসলিম, হাদিস: ২,৬৩৯)

আরও পড়ুন

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘এক ব্যক্তি আল্লাহর নবীজি(সা.)র কাছে এসে বলল, ‘আল্লাহর রাসুল, সেই ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে একটি জাতিকে ভালোবাসে, অথচ তাদের সঙ্গে মিলিত হয়নি?’ তিনি বললেন, (না, এমন হবে না) মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গেই থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬,১৬৯ ও ৬,১৭০; সহিহ মুসলিম, হাদিস: ২,৬৪০ ও ২,৬৪১)

আরও পড়ুন