সুরা নাসরের সারকথা

সুরা নাসর পবিত্র কোরআনের ১১০তম সুরা। নাসর মানে সাহায্য। রাসুল (সা.)-এর বিদায় হজের সময় সুরাটি অবতীর্ণ হয়। আল্লাহর সহায়তায় ইসলামের পরিপূর্ণ জয়ে পৌত্তলিকেরা তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। এই সুরা নাজিল হওয়ার কিছুদিন পরই রাসুল (সা.) ইন্তেকাল করেন।

সুরা নাসরের অর্থ এ রকম:

পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে

‘যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।

‘আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্ম গ্রহণ করতে দেখবে,

‘তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসায় তাঁর পবিত্র মহিমা ঘোষণা করো ও তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি তো ক্ষমাপরবশ।’

আরও পড়ুন

সুরার শুরুতে প্রথম আয়াতে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ইসলামের বিজয় আসবে। এমন অনেক ভবিষ্যদ্বাণী আছে সুরা আর রুম আর সুরা লাহাবে।

মুহাম্মদ (সা.) তাঁর উম্মতদের নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন, তাঁর দাওয়াত কি কাজে আসছে? মানুষ ইসলামে প্রবেশ করবে তো?

মক্কা বিজয়ের ফলে সমগ্র আরবে ইসলাম বিজয়ী জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। একটি অনুকূল পরিবেশ পেয়ে সে সময়ে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। হিজরতের আগে মক্কায় নানা বাধার কারণে ইসলাম গ্রহণের সংখ্যা ছিল খুবই নগণ্য। এই সুরার শুরুতে সে কথারই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন