নামাজের সময়সূচি, মার্চ ২০২৪

নামাজের সময়সূচি

নামাজের সময়সূচি, মার্চ ২০২৪। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী ঢাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি দেওয়া হল।

ঢাকা জেলার নামাজের সময়সূচি:

ঢাকার বাইরে অন্যান্য জেলার জন্য:

  • কোনো কোনো জেলার ক্ষেত্রে ঢাকার সময়ের সঙ্গে যোগ বিয়োগের মাধ্যমে আসর ও মাগরিবের সময় নির্ধারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে যোগ বিয়োগের পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।

  • বিশেষ করে উত্তরবঙ্গের আসরের সময় ঢাকার সময় থেকে যোগের পরিবর্তে বিয়োগ করতে হতে পারে। (বিস্তারিত জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিভাগওয়ারি "নামাজের স্থায়ী সময়সূচি" দেখা যেতে পারে)

  • মধ্যাহ্ন বলতে সূর্য ঠিক মধ্য আকাশে বুঝাবে। এই অবস্থা ৩ মিনিটের বেশি নয়। তবে সতর্কতা হিসেবে জোহরের সময়ের ৬ মিনিট আগে থেকে নামাজ পড়বেন না।

  • এই সময়সূচিতে ফজর, জোহর ও মাগরিবের নামাজের প্রকৃত সময়ের সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ মিনিট যোগ করা হয়েছে।

তিন সময়ে নামাজ পড়া নিষেধ

ইসলামি শরিয়তে তিন সময়ে নামাজ পড়া নিষেধ:

  • সূর্যোদয়ের সময় থেকে ২৪ মিনিট পর্যন্ত

  • জোহরের সময়ের ৬ মিনিট আগে

  • সূর্যাস্তের ২৪ মিনিট আগে। তবে আসরের নামাজ না পড়ে থাকলে, পড়তে হবে।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন