শাহ সুজা মসজিদ

শাহ সুজা মসজিদ কুমিল্লা নগরের মোগলটুলি এলাকায় অবস্থিত। মুসলমানদের নামাজ পড়ার সুবিধার জন্য তৎকালীন কুমিল্লার মুঘল ফৌজদার এই মসজিদ নির্মাণ করেছিলেন। সুবেদার শাহ সুজার নামে এর নাম দেওয়া হয়েছিল।

আয়তনের দিক দিয়ে মসজিদটি খুব বেশি বড় নয়। তবে কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে এর গুরুত্ব রয়েছে। এর অবয়বও আভিজাত্যের প্রতীক বহন করে।

কীভাবে যাবেন

কুমিল্লা শহর থেকে রিকশায় করে মোগলটুলী এলাকায় শাহ সুজা মসজিদে যাওয়া যায়।