নারীরা যেভাবে ইতিকাফ করবেন

ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, নিয়তসহ

পাঁচ ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয় এমন মসজিদে কেবল ইবাদত-

বন্দেগির উদ্দেশ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। নারীরা নিজের ঘরের কোনো

একটি কক্ষে নির্জনে নিয়ত করে ইবাদত-বন্দেগির জন্য অবস্থান করে ইতিকাফ করতে পারেন।

নারী ইতিকাফের আগে স্বামীর সম্মতি নেবেন। কোনো কারণে স্বামী ইতিকাফ ভাঙতে বললে তা করার আবশ্যকতা আছে।

ইতিকাফকারী নারীর ঋতু শুরু হলে ইতিকাফ ছেড়ে দেবেন। নির্ধারিত সময়ের পর আবার ইতিকাফ শুরু করতে পারবেন।

আরও পড়ুন

ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো, মুসলমান হওয়া, মানসিকভাবে সুস্থ

হওয়া, মাসিক ও সন্তান প্রসব পরবর্তী অবস্থা থেকে পবিত্র হওয়া।

ইতিকাফ অবস্থায় নফল নামাজ আদায় করা, কোরআন-হাদিস তিলাওয়াত

করা, জিকির করা, জ্ঞান শেখা ও শেখানো, ইসলামি বইপত্র পড়াসহ সব

সওয়াবের কাজ করা বৈধ। অহেতুক আলোচনা করা, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া

ইতিকাফের জায়গা ত্যাগ করার অনুমতি নেই।

আরও পড়ুন