খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর বীরত্ব

ওহুদ যুদ্ধের ময়দান

খালিদ ইবনে ওয়ালিদ (রা.) মেসোপটেমিয়া ও সিরিয়া বিজয়ী বিখ্যাত আরব সেনাপতি। শৌর্য ও বীরত্বের জন্য তিনি সাইফুল্লাহ, অর্থাৎ ‘আল্লাহর অসি’ উপাধি লাভ করেন। কুরাইশ বংশে এবং মক্কার ধনী ও প্রভাবশালী মাখজুম গোত্রে তাঁর জন্ম। তাঁর পিতা ওলিদ ইবনে মুগিরাহ মুসলমানদের চরম শত্রু ছিলেন। ৬২৫ খ্রিষ্টাব্দে ওহুদের যুদ্ধে তরুণ খালিদের নেতৃত্বে মক্কার কুরাইশরা মুসলমানদের পরাজিত করে। পরে খালিদ ইসলাম ধর্মে দীক্ষিত হন (৬২৯ খ্রি.)।

প্রথম খলিফা হজরত আবুবকর (রা.)-এর নির্দেশে ৬৩৩ খ্রিষ্টাব্দে তিনি ভণ্ড নবী মুসায়লিয়াকে যুদ্ধে হত্যা ও তাঁর অনুসারীদের বশ্যতা স্বীকারে বাধ্য করান। ৬৩৪ খ্রিষ্টাব্দে খালিদ মারজরাহিত নামক স্থানে একটি বাইজানটাইন সেনাদলকে পরাজিত করে সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে তাঁর বিজয় অভিযানের সূত্রপাত করেন।

একই সময়ে আমর ইবনে আল-আসের নেতৃত্বে অপর একটি মুসলিম বাহিনী ফিলিস্তিনের মধ্য দিয়ে তাঁর সঙ্গে এসে মিলিত হয়। এই মিলিত বাহিনীর সাহায্যে খালিদ ইবনে ওয়ালিদ (রা.) ৬৩৪ খ্রিষ্টাব্দে আজনাদাইন নামক স্থানে অনুষ্ঠিত যুদ্ধে বাইজানটাইন বাহিনীকে পরাভূত করেন। অতঃপর ৬৩৫ খ্রিষ্টাব্দে খালিদ (রা.) দামেস্ক দখল করেন। এরপর অন্যান্য সিরীয় শহরও দ্রুত তাঁর পদানত হয়।

৬৩৬ খ্রিষ্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে তিনি বাইজানটাইন বাহিনীকে সম্পূর্ণ বিধ্বস্ত করেন। খালিদ (রা.)–কে বিজিত অঞ্চলের বৃহত্তর অংশের শাসনকর্তা নিযুক্ত করা হয়। ৬০ হিজরিতে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন।

সূত্র: ‘খালিদ ইবনে ওয়ালিদ’, যার যা ধর্ম, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রথমা প্রকাশন, ২০১৪

আরও পড়ুন