মুসলিমের হক

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে।

হজরত আবু হুরায়রা (রা.)–এর বর্ণনা: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে— ১. কারও সঙ্গে দেখা হলে সালাম দেবে; ২. আমন্ত্রণ করলে তা কবুল করবে; ৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে; ৪. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে (অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ বলবে); ৫. পীড়িত হলে তার কাছে গিয়ে খবরাখবর নেবে; ৬. ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করবে।

মুসলিম, হাদিস: ২,১৬২

আরও পড়ুন