দোয়া কবুলের জায়গা

পবিত্র মক্কায় কাবা শরিফের বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। সেসব জায়গায় খুব আদব, ভক্তি ও বিনয়ের সঙ্গে খাস দিলে দোয়া করা দরকার। দুনিয়ার যাবতীয় জায়েজ নেক মাকসুদের জন্য দোয়া করা উচিত।

* মাতাফ-তাওয়াফ করার স্থানকে মাতাফ বলে।

* মুলতাযাম-হাজরে আসওয়াদ থেকে বায়তুল্লাহর দরজা পর্যন্ত স্থান।

* হাতিমের মধ্যে।

* কাবাঘরের ভেতরে।

* জমজম কূপের কাছে (যদিও কূপ এখন বেসমেন্টের নিচে, চাইলেও এখন দেখা যায় না)।

* মাকামে ইবরাহীমের কাছে।

* সাফা ও মারওয়া পাহাড়ের ওপর।

* সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে।

* বায়তুল্লাহর দিকে যখন নজর পড়ে।

* রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে।

* আরাফাতের ময়দানে।

* মুজদালিফার ময়দানে।

* মিনার ময়দান ও মিনার মসজিদে খায়েফে।

* কঙ্কর নিক্ষেপের স্থানে।

আরও পড়ুন