পবিত্র হজ পালনে নিবন্ধনের সময় মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও এই সময় বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে পাঁচবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়। আজ বেলা ৩ টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩৫ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮২৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫ হাজার ৮০৬ জন নিবন্ধন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।