তারাবিহতে আজ: ষষ্ঠ তারাবিহ

তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা আরাফ, আয়াত: ১২-২০৬

এ অংশের বিষয়বস্তু:

  • মানুষের সঙ্গে ইবলিসের দ্বন্দ্ব ও শত্রুতার ইতিহাস।

  • শয়তানের চক্রান্তের ব্যাপারে সতর্কতা।

  • হারাম বিষয়ে আলোচনা। ইমানের পথ প্রত্যাখ্যানকারীদের করুণ পরিণতি।

  • বিশ্বাসীদের শুভ পরিণতি।

  • জান্নাত ও জাহান্নামের মধ্যস্থিত আরাফবাসীদের কথা।

  • আল্লাহর মহাবিশ্ব সৃষ্টি। দোয়া করার পদ্ধতি। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ।

  • নিজ জাতির প্রতি নূহের দাওয়াত। তাদের প্রত্যাখ্যানের করুণ পরিণতি।

  • আদ জাতির কাছে হুদ (আ.)-এর দাওয়াত।

  • আদ জাতির আল্লাহর রাসুলকে প্রত্যাখ্যানের পরিণতি।

  • সামুদ জাতির কাছে সালেহ (আ.)-এর দাওয়াত।

  • সামুদ জাতির আল্লাহর রাসুলকে প্রত্যাখ্যানের পরিণতি।

  • দাওয়াত প্রত্যাখ্যানের কারণে লুত (আ.) জাতির পরিণতি।

আরও পড়ুন
  • মাদইয়ানবাসীদের শোয়াইব (আ.)-এর দাওয়াত, তাদের প্রত্যাখ্যান ও পরিণতি।

  • বিভিন্ন জাতির পরীক্ষা। নবী ও রাসুল বার্তা গ্রহণেই ছিল কল্যাণ।

  • মুসা (আ.)-এর সঙ্গে ফেরাউনের দ্বন্দ্ব ও তাঁর ধ্বংসের ইতিহাস।

  • বনি ইসরাইলিদের সংশোধনের জন্য মুসা (আ.)-এর প্রচেষ্টা।

  • মানবজাতিকে মুহাম্মদ (সা.)-এর রিসালাত মেনে নেওয়ার আহ্বান।

  • বনি ইসরাইলিদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের অবাধ্যতার ইতিহাস।

  • আল্লাহর প্রতি আনুগত্যের স্বীকৃতি।

  • মিথ্যাবাদীদের ধ্বংস অনিবার্য।

  • কোরআন সত্য জ্ঞানের আলো।

সুরা আনফাল, আয়াত: ১-৪০

এ অংশের বিষয়বস্তু:

  • যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে প্রাথমিক নির্দেশ।

  • বিশ্বাসীদের পরিচয়।

  • বদর যুদ্ধের পর্যালোচনা। বদর যুদ্ধে আল্লাহর সাহায্য ও শত্রুপক্ষের প্রতি সতর্কবাণী।

আরও পড়ুন