মানচিত্র থাকলে মিনায় হারানোর ভয় নেই
হজের ৫ দিনের মধ্য ৪দিন মিনায় এবং ১ দিন আরাফাত এবং মুজদালিফায় রাত্রিযাপন করতে হয়। মক্কা, মদিনা, মিনা এবং আরাফাতের মানচিত্র কাগজে মুদ্রিত বা অনলাইনে ডিজিটাল ছবি আকারে পাওয়া যায়। সম্ভব হলে মানচিত্র দেখুন, তাহলে ওখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সম্পর্কে একটা ধারণা পাবেন। মিনার মানচিত্র থাকলে হারানোর ভয় নেই।
মিনার কিছু স্থান চিনে নিজের মতো করে আয়ত্তে আনলে মিনায় চলাচল করা সহজ হয়। যেমন জামারা (শয়তানকে পাথর নিক্ষেপের স্থান), মসজিদে খায়েফ, মিনার তিনটি সেতু (বাদশাহ খালিদ ব্রিজ ১৫ নম্বর, বাদশাহ আবদুল্লাহ ব্রিজ ২৫ নম্বর, বাদশাহ ফয়সাল ব্রিজ ৩৫ নম্বর), হাঁটার পথ (টিনশেড নামে পরিচিত)। এখানে সাতটি জোন রয়েছে। মিনার বড় রাস্তাগুলোর ভিন্ন ভিন্ন নাম ও নম্বর রয়েছে।
রাস্তার নাম ও নম্বর জানা থাকলে মিনায় চলাচল সহজ হয়। পথ হারানোর আশঙ্কা কম থাকে।
বড় রাস্তাগুলো হলো:
বাদশাহ ফয়সাল ৫০ নম্বর রোড, আলজাওহারাত ৫৬ নম্বর রোড, সুকুল আরব ৬২ নম্বর রোড, বাদশাহ ফাহাদ ৬৮ নম্বর রোড। মিনায় রেলস্টেশন ৩টি। মুজদালিফায় রেলস্টেশন ৩টি। এ ছাড়া রয়েছে সুড়ঙ্গপথ, টানেল, পায়ে চলার রাস্তা, হাসপাতাল, মসজিদ, মিনার বাদশাহ বাড়ি, রয়েল গেস্টহাউস (রাজকীয় অতিথি ভবন) মোয়াচ্ছাসা কার্যালয়।
মিনায় মোয়াল্লেম নম্বর বা তাঁবু নম্বর জানা না থাকলে যে কেউ হারিয়ে যেতে পারেন। হজ শুরু হওয়ার ৩ দিন আগে মক্কার বাংলাদেশ হজ কার্যালয়ের আইটি হেল্প ডেস্কে ২০২৫ সালের ছাপা ম্যাপ পাওয়া যাবে।
২০২৫ সালের মিনা ও আরাফাতের ম্যাপ দেওয়া হল।
ম্যাপ সম্পর্কে ধারণা থাকলে হারানোর সম্ভাবনা কম থাকে। এই ম্যাপের রাস্তা, ব্রিজ সহ বিভিন্ন স্থাপনা একই থাকে শুধু মোয়াল্লেম ও তাঁবু নম্বর পরিবর্তন হয়।
ধরা যাক, মিনার তাঁবু নম্বর ৮/৫৬ । ওপরের সংখ্যা তাঁবু নম্বর ৮, নিচের সংখ্যা ৫৬ হলো রাস্তার নম্বর। মোয়াল্লেম অফিস থেকে তাঁবুর নম্বরসহ কার্ড দেওয়া হয়। তা যত্নে রাখতে হবে। বাইরে বের হওয়ার সময়ও কার্ডটি সঙ্গে রাখুন। সমস্যা এড়ানোর জন্য যে তাঁবুতে অবস্থান করবেন, সেই তাঁবু চিহ্নিত করে নিতে হবে।
মিনায় জামারা থেকে আপনার তাঁবুর অবস্থান, তাঁবু থেকে মসজিদুল হারামে যাওয়া-আসার পথ সম্পর্কে ধারণা নিন। ভিড় এড়াতে কেউ কেউ হেঁটে সুড়ঙ্গ (টানেল) পথ দিয়ে মসজিদুল হারামে পৌঁছানো যায় । হাঁটার পথ চিনতে স্থানীয় (বাংলাদেশি কাউকে বললে দেখিয়ে দেবেন) বা গুগল ম্যাপের সহায়তা নিতে পারেন। অনেকে ট্যাবলেট কম্পিউটার বা আইফোন নিয়ে যান। রাস্তাঘাট, অবস্থান ইত্যাদি জানতে হজ ও পিলগ্রিম অ্যাপের সহায়তা নিতে পারেন।
২০২৫ সালের মিনার মানচিত্র পিডিএফ
মিনার মানচিত্র ব্যবহার নির্দেশিকা:
মানচিত্রটি ব্যবহারের জন্য প্রথমে মক্তব নম্বর জানা দরকার। আপনার কাঙ্ক্ষিত মক্তব নম্বর দেখুন ম্যাপের Vertical বা উলম্ব খেয়াল করলে দেখবেন ১,২,৩,৪,৫ আছে। ম্যাপের Horizontal বা আনুভূমিক খেয়াল করলে দেখবেন ক, খ, গ, ঘ, ঙ, চ আছে। অর্থাৎ পুরো ম্যাপকে কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে। ধরা যাক আপনি ৭AB নম্বর মক্তব খুঁজছেন, তাহলে দেখুন ৭AB নম্বর মক্তবে খিমা নম্বর ১২/৫৬ অবস্থান লেখা আছে। এবার ম্যাপের চ৫ উলম্ব ও আনুভূমিক অবস্থান খেয়াল করলে সহজে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মক্তবের তাঁবু। 7AB বলতে বুঝায় Al Bait Guests কোম্পানির ৭ নম্বর মক্তব । 8MM বলতে বুঝায় Mashariq Al Mutamayizah কোম্পানির ৮ নম্বর মক্তব।
7R বলতে বুঝায় Rawaf Mina কোম্পানির ৭ নম্বর মক্তব। 6MB বলতে বুঝায় M by Millennium কোম্পানির ৬ নম্বরমক্তব
আরাফাতের মানচিত্র ব্যবহার নির্দেশিকা:
মানচিত্রটি ব্যবহারের জন্য প্রথমে মক্তব নম্বর জানা দরকার। আপনার কাঙ্ক্ষিত মক্তব নম্বর দেখুন ম্যাপের Vertical বা উলম্ব খেয়াল করলে দেখবেন ১,২,৩,৪,৫ আছে। ম্যাপের Horizontal বা আনুভূমিক খেয়াল করলে দেখবেন ক, খ, গ, ঘ, ও, চ আছে। অর্থাৎ পুরো ম্যাপকে কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে।
ধরা যাক আপনি ৭AB নম্বর মক্তব খুঁজছেন, তাহলে দেখুন ৭AB নম্বর মক্তবে খিমা নম্বর ৩/৩৮ অবস্থান লেখা আছে। এবার ম্যাপের ঘ৭ উলম্ব ও আনুভূমিক অবস্থান খেয়াল করলে সহজে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মক্তবের তাঁবু।7AB বলতে বুঝায় Al Bait Guests কোম্পানির ৭ নম্বর মক্তব। 8MM বলতে বুঝায় Mashariq Al Mutamayizah কোম্পানির ৮ নম্বর মক্তব। 7R বলতে বুঝায় Rawaf Mina কোম্পানির ৭ নম্বর মক্তব। 6MB বলতে বুঝায় M by Millennium কোম্পানির ৬ নম্বরমক্তব