তারাবির নামাজে কোন দিন কোন সুরা পড়া হবে

তারাবিতে কোন দিন কোন সুরা

তারাবি নামাজ

রমজান মাসের বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে (বুখারি, হাদিস: ৩৬)।’

রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগেই তারাবি নামাজ আদায় করা রমজানের সুন্নত। এমনকি যাঁরা শরিয়তসম্মত কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে রোজা পালনে অক্ষম, তাঁরাও সুযোগ ও সামর্থ্য থাকলে তারাবি নামাজ পড়বেন। পুরুষদের জন্য তারাবির নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সুন্নাত। নারীরা বাড়িতে আদায় করবেন। শিশুরাও সামর্থ্যমতো বড়দের সঙ্গে যতটুকু সম্ভব তারাবি পড়বে।

তারাবিতে কোন দিন কোন সুরা

তারাবিতে নিয়মানুযায়ী প্রথম ছয় দিন দেড় পারা করে তিলাওয়াত করা হবে। ছয় দিনে পড়া হবে ৯ পারা। আর বাকি ২১ দিনে এক পারা করে পড়ানো হবে।

প্রথম দিন: সুরা ফাতিহা প্রথম আয়াত থেকে সুরা বাকারা ২০৩ আয়াত

দ্বিতীয় দিন: সুরা বাকারা ২০৪ আয়াত থেকে আলে ইমরান ৯১ নম্বর আয়াত

তৃতীয় দিন: সুরা আলে ইমরান ৯২ থেকে সুরা নিসা ৮৭ আয়াত

চতুর্থ দিন: সুরা নিসা ৮৮ থেকে সুরা মায়িদাহ ৮২ আয়াত

পঞ্চম দিন: সুরা মায়িদাহ ৮৩ থেকে সুরা আরাফ ১১ আয়াত

ষষ্ঠ দিন: সুরা আরাফ ১২ থেকে সুরা আনফাল ৪০ আয়াত

সপ্তম দিন: সুরা আনফাল ৪১ আয়াত থেকে সুরা তওবা ৯৩ আয়াত

অষ্টম দিন: সুরা তওবা ৯৪ আয়াত থেকে সুরা হুদ ৫ আয়াত

নবম দিন: সুরা হুদ ৬ আয়াত থেকে সুরা ইউসুফ ৫২ আয়াত

দশম দিন: সুরা ইউসুফ ৫৩ আয়াত থেকে সুরা হিজর ১ আয়াত

১১তম দিন: সুরা হিজর ২ আয়াত থেকে সুরা নহল ১২৮ আয়াত

১২তম দিন: সুরা বনি ইসরাইল ১ আয়াত থেকে সুরা কাহাফ ৭৪ আয়াত

১৩তম দিন: সুরা কাহাফ ৭৫ আয়াত থেকে সুরা তোহা ১৩৫ আয়াত

১৪তম দিন: সুরা আম্বিয়া ১ আয়াত থেকে সুরা হজ ৭৮ আয়াত

১৫তম দিন: সুরা মুমিন ১ আয়াত থেকে সুরা ফোরকান ২০ আয়াত

১৬তম দিন: সুরা ফোরকান ২১ আয়াত থেকে সুরা নমল ৫৯ আয়াত

১৭তম দিন: সুরা নমল ৬০ আয়াত থেকে সুরা আনকাবুত ৪৪ আয়াত

১৮তম দিন: সুরা আনকাবুত ৪৫ আয়াত থেকে সুরা আহজাব ৩০ আয়াত

১৯তম দিন: সুরা আহজাব ৩১ আয়াত থেকে সুরা ইয়াসিন ২১ আয়াত

২০তম দিন: সুরা ইয়াসিন ২২ আয়াত থেকে সুরা জুমা ৩১ আয়াত

২১তম দিন: সুরা জুমা ৩২ আয়াত থেকে সুরা হা–মিম সিজদা ৪৬ আয়াত

২২তম দিন: সুরা হামিম সিজদা ৪৭ আয়াত থেকে সুরা জাসিয়া ৩৭ আয়াত

২৩তম দিন: সুরা কাফ ১ আয়াত থেকে সুরা জারিয়াত ৩০ আয়াত

২৪তম দিন: সুরা জারিয়াত ৩১ আয়াত থেকে সুরা হাদিদ ২৯ আয়াত

২৫তম দিন: সুরা মুজাদালা ১ আয়াত থেকে সুরা তাহরিম ১২ আয়াত

২৬তম দিন: সুরা মুলক ১ আয়াত থেকে সুরা মুরসালাত ৫০ আয়াত

২৭তম দিন: সুরা নাবা ১ আয়াত থেকে সুরা নাস ৬ আয়াত