জিকিরের ফজিলত

হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এ হাদিসের বর্ণনা আছে।

হজরত আবু হুরায়রা বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু অলাহুল হামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির।’ অর্থাৎ, এক ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। তাঁর কোনো শরিক নেই। (বিশাল) রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি। তাঁরই যাবতীয় স্তুতি ও সও বস্তুর ওপর তিনিই ক্ষমতাবান।

আরও পড়ুন

এই দোয়া যিনিই দিনে একশ বার পড়বেন, তাঁর ১০টি দাস মুক্ত করার সমান সওয়াব অর্জিত হবে, একশটি সওয়াব লেখা হবে, তাঁর একশটি গুনাহ মোচন করা হবে। ওই দিনের সন্ধ্যা অব্দি এটি তাঁর জন্য শয়তান থেকে বাঁচার রক্ষাকবচ হবে। তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না, যদি না কেউ তার চেয়ে বেশি আমল করে। (বুখারি, হাদিস: ৬,৪০৩, মুসলিম, হাদিস: ৭,০১৯)

তিনি আরও বলেছেন, দিনে যিনি একশবার ‘সুবহানাল্লাহি অবিহামদিহি’ পড়বেন, তাঁর গুনাহগুলো মোচন করা হবে; যদি তা সমুদ্রের ফেনার সমান হয়, তবুও।

বুখারি, হাদিস: ৬,৪০৫, মুসলিম, হাদিস ৭০১৮

আরও পড়ুন