আখেরি মোনাজাতের মহিমা

তিন দিন ধরে ইজতেমায় নানা ধরনের  কর্মসূচি থাকে।  আজ (রোববার) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। ইজতেমায় অংশ গ্রহণকারীরা ইসলামের নানা দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্বের নেতৃত্ব দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

আখের অর্থ শেষ, আখেরি অর্থ শেষের; মোনাজাত মানে দোয়া বা প্রার্থনা। আখেরি মোনাজাত অর্থ হলো সমাপনী দোয়া বা যে দোয়ার মাধ্যমে অধিবেশন সমাপ্ত করা হয়। রাজধানীর তুরাগতীরে টঙ্গী ময়দানে ইজতেমার শেষ দিনে সম্মিলিত দোয়া বা মোনাজাত করা হয়, তাই আখেরি মোনাজাত নামে পরিচিত।

আরও পড়ুন

ইজতেমা থেকে অনেক জামাত দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়। এসব জামাত রওয়ানা হওয়ার সময় তাদের  নির্দেশনামূলক একটি বয়ান হয়। যাকে হেদায়েতি বয়ান বলা হয়। বয়ান শেষে সবার জন্য,  সমগ্র বিশ্ববাসীর জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য- বিশেষ মোনাজাত করা হয়। আর এই মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়।

তাবলিগের বহুল প্রচলিত একটি শব্দ ইজতেমা। ইজতেমা আরবি শব্দ। ইজতেমা বলতে ধর্মীয় কাজে একত্রিত বা সমবেত হওয়াকে বোঝায়।বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন যে কারণেই এই বার্ষিক সম্মেলনকে বলা হয় বিশ্ব ইজতেমা।

তথ্য সূত্র: তাবলিগ জামাত বাংলাদেশও বিশ্ব পরিসরে , বুলবুল সিদ্দিকী, প্রথমা প্রকাশন ২০১৯

আরও পড়ুন