মেহমান হয়ে কতদিন থাকব

হজরত আবু আবু শুরাইহ খুযাঈ (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

রাসুলুল্লাহ (সা.) মেহমানদারি তিন দিন, আর উত্তম মেহমানদারি একদিন–একরাত্রি। কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে থেকে তাকে দিয়ে পাপ করাবে।

সাহাবারা বললেন, হে আল্লাহর রাসুল, কীভাবে সে তাকে দিয়ে পাপ করাবে?

আরও পড়ুন

তিনি বললেন, সে (মেহমান) তার কাছে (বেশি দিন) থাকবে, অথচ তার (মেজবানের) এমন সামর্থ্য নেই যা দিয়ে সে তার মেহমানদারি করবে।

 মুসলিম, হাদিস: ৪৪০৬

আরও পড়ুন