তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা ১৭ বনি ইসরাইল, আয়াত: ১-১১১
এ অংশের বিষয়বস্তু:
মুহাম্মদ (সা.) মিরাজের সফরের সত্যতা।
বনি ইসরাঈলিদের উত্থান-পতন।
কোরআনে দেখানো পথ সরলতম এবং বিশ্বাসীদের সুখবরদাতা। পরকালে অবিশ্বাসীদের মর্মন্তুদ শাস্তি।
শিরক করলে পরিণতি মন্দ।
ইসলামি সমাজের ভিত্তি ও মৌলিক বৈশিষ্ট্য।
আখিরাত ও পুনরুত্থানের যুক্তি।
মানুষের প্রতি উপদেশ।
মানুষের প্রতি ইবলিসের শত্রুতা। শয়তান কাদের বিভ্রান্ত করতে পারবে না।
কিয়ামতের দিন প্রত্যেক মানবগোষ্ঠীকে তাদের নেতার নেতৃত্বে হাজির হবে।
দুনিয়ায় সত্যের ব্যাপারে যারা অন্ধ, আখিরাতেও তারা অন্ধ।
নামাজের সময়ের বর্ণনা।
রাসুল (সা.) কর্তৃক রাষ্ট্র ক্ষমতার প্রার্থনা। সত্যের জয় অবধারিত। কোরআন মুমিনদের জন্য নিরাময়।
রুহ কি? কেউ কোরআনের বাণী তৈরি করতে পারবে না। রাসুলের কাছে কাফিরদের দাবি। রিসালাত ও আখিরাতের পক্ষে যুক্তি।
মুসাকে (আ.) দেওয়া মুজিজা। ফেরাউনের ধ্বংস ও বনি ইসরাঈলের নিরাপত্তা।
কোরআন মহা সত্য কিতাব। কোরআন অল্প অল্প করে নাজিলের কারণ। সত্যানুসন্ধানীরা কোরআন পড়লে ইমান আনে। আল্লাহ্ এক ও সন্তানমুক্ত।
সুরা কাহাফ, আয়াত: ১- ৭৪
এ অংশের বিষয়বস্তু:
কোরআন অসংগতিবিহীন। বিশ্বাসীদের জন্য রয়েছে সুসংবাদ।
চারটি ঘটনা, বক্তব্য ও উপদেশের বর্ণনা। আসহাবে কাহাফের ঘটনা। দুটি বাগানের মালিকের ঘটনা রয়েছে।
রাসুলের প্রতি উপদেশ। মুমিনদের জন্য সুসংবাদ।
শিরকের অসারতা ও তওহিদের যুক্তি।
মানুষের কী কল্যাণকর।
মানুষ তার শত্রু ইবলিসকে বন্ধু হিসেবে গ্রহণ করে কী করে?
কোরআনে সব সত্ত্বেও লোকেদের বিবাদ।
এক জ্ঞানী ব্যক্তির সন্ধানে ও সান্নিধ্যে মুসা (আ.)।
...