পাপ-পুণ্যের হিসাব কখন লেখা হয়

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

তিনি বর্ণনা করেছেন যে নবী (সা.) বলেছেন, আল্লাহ পাপ-পুণ্য লেখার ফেরেশতাকে বলেন, ‘আমার বান্দার যদি কোনো পাপ করার ইচ্ছা হয়, সে যতক্ষণ সেটা না করে ততক্ষণ পাপটা তার আমলনামায় লিখো না। এর পর যদি সে সেটা করে ফেলে, তাহলে সেই পাপটি লিখো। আর যদি সেটা আমার কারণে ত্যাগ করে (পাপটি না করে), তাহলে তার জন্য একটি পূণ্য লিখো। বিপরীতে যখন তার কোনো পূণ্য কাজ করার ইচ্ছা হয় কিন্তু সেটা না করতে পারে, তাহলেও তার জন্য একটা পূণ্য লিখে রেখো। আর যদি সে সেটা করে ফেলে, তাহলে তার জন্য ১০ থেকে ৭০০ গুণ (বেশি) পূণ্য লিখো।

 বুখারি, হাদিস: ৭,৫০১

আরও পড়ুন