ঈদের বাড়িতে যাওয়ার আগে রোজার বিধান মনে রাখুন

আপনার বাড়ি যদি ৪৮ মাইল বা ৭২ কিলোমিটার দূরে হয়, তাহলে ভ্রমণ শুরু করামাত্রই আপনি একজন মুসাফির। এ ক্ষেত্রে হঠাৎ সফর করা এবং যারা সবসময় সফরে থাকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুসাফিরের জন্য রোজা না রাখা বৈধ। তবে যদি আপনি দিনের আলো থাকতেই বাড়িতে পৌঁছে থাকেন, তাহলে বাকি অংশ না খেয়ে থাকবেন এবং পরে সময়ে রোজাটির কাজা আদায় করে নেবেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৯,৪৩৬-৯,৪৩৮)

ঈদের আগে যদি গ্রামের বাড়িতে না গিয়ে কোনও দূরদেশে ভ্রমণে যান, যার দূরত্ব ৪৮ মাইল বা ৭২ কিলোমিটারের বেশি এবং যতি ১৫ দিনের কম সময় থাকেন, তাহলে পুরো দিনগুলোতেই চাইলে রোজা না রেখে থাকতে পারেন। পরবর্তী সময় রোজাগুলো সুবিধামতো আদায় করে নিলেই হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২০৬)

আরও পড়ুন

মনে রাখতে হবে

১. সফর করার অবস্থায় নিয়ত করে রোজা রাখা শুরু করলে তা ভাঙা বৈধ নয়। কেউ শুধু শুধু ভেঙে ফেললে গোনাহগার হবে। (রদ্দুল মুহতার, ২/৪৩১)

২. যে ব্যক্তি সাহরি খেয়েছেন, তিনি সফরে বের হবেন, কেবল এমন ইচ্ছা করেই খাবার গ্রহণ করতে পারবেন না। বরং পথে যাত্রার সূচনা করতে হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২০৬)

৩. দিনের বেলায় যদি সফর শেষ হয়ে যায়, তাহলে সেদিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকবে। আর পরে এ রোজার কাজা করে নেবেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৯,৪৩৬-৯,৪৩৮)

আরও পড়ুন