সৌদি আরবের সঙ্গে এ বছরের হজ চুক্তি সই

চলতি বছর হজের জন্য সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। গতকাল সোমবার জেদ্দায় এ চুক্তি হয় বলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত চুক্তিতে সই করেন।

 চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাতসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো.মতিউল ইসলাম, পরিচালক (হজ অফিস) সাইফুল ইসলাম, কাউন্সেলর (হজ) জেদ্দা জহিরুল ইসলাম, কনসাল (হজ) জেদ্দা আসলাম উদ্দিন। ধর্মসচিব আবদুল হামিদ জমাদ্দার হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় এবং হজযাত্রীদের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন। 

 এদিকে এ বছর হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন চলছে।

আরও পড়ুন