তারাবিহতে আজ: ২৪তম তারাবিহ

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

 সুরা জারিয়াত, আয়াত: ৩১-৬০

এ অংশের বিষয়বস্তু:

  • নবীদের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের ধ্বংস করে দেওয়া হয়েছে।

  • আল্লাহ মহাকাশের পরিধি বাড়িয়ে চলেছেন। প্রতিটি জিনিস তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তাঁর কোনো শরিক নেই।

  • উপদেশ বিশ্বাসীদের জন্য উপকারী।

  • জিন ও মানুষ সৃষ্টি আল্লাহর প্রতি আনুগত্যের জন্য। প্রতিশ্রুত দিনে অবিশ্বাসীরা ধ্বংস হবে।

সুরা তুর, আয়াত: ১-৪৯

এ অংশের বিষয়বস্তু:

  • কিয়ামত অবশ্যম্ভাবী। পুনরুত্থান অস্বীকারকারীরা পাবে পাপের সাজা।

  • আখিরাতে মুত্তাকিদের নিয়ামতের বিবরণ।

  • রাসুল ও কোরআনকে যারা অস্বীকার করে তার ভ্রান্ত।

  • একত্বের পক্ষে যুক্তি।

সুরা নজম, আয়াত: ১-৬২

এ অংশের বিষয়বস্তু:

  • মুহাম্মদ (সা.)-এর রিসালাতের সত্যতা।

  • আখিরাতে অবিশ্বাস এক বিরাট অজ্ঞতা। আখিরাত কাজের প্রতিফল দেওয়ার জন্য।

  • কবিরা গুনাহ থেকে সংযতদের জন্য আল্লাহর ক্ষমা।

  • মুসা ও ইবরাহিমের উপদেশ।

  • হজরত মুহাম্মদ (সা.)–এর রিসালাতের সত্যতা।

সুরা কামার, আয়াত: ১-৫৫

এ অংশের বিষয়বস্তু:

  • প্রত্যাখ্যানকারীদের উপেক্ষা করো। ভূমিতল থেকে তারা উঠে আসবে বিচ্ছিন্ন ফড়িংয়ের মতো।

  • নূহের জাতির দাওয়াত প্রত্যাখ্যান এবং তাদের পরিণতি।

  • কোরআন সহজ, কে আছে তার উপদেশ নিতে?

  • আদ জাতির রসুলকে প্রত্যাখ্যান এবং তাদের পরিণতি।

  • উপদেশ নেওয়ার জন্য কোরআনকে সহজ করা হয়েছে।

  • সামুদ জাতির তাদের রসুলকে প্রত্যাখ্যান এবং তাদের পরিণতি।

  • উপদেশ নেওয়ার জন্য কোরআনকে সহজ করা হয়েছে।

  • রসুলকে ফেরাউনদের প্রত্যাখ্যান এবং ফিরাউনের পরিণতি।

  • মুহাম্মদ রাসুলুল্লাহ (সা.)-কে প্রত্যাখ্যানকারীদের প্রতি সতর্কবাণী।

সুরা আর রহমান, আয়াত: ১-৭৮

এ অংশের বিষয়বস্তু:

  • মানুষের প্রতি আল্লাহর অসীম দয়ার প্রমাণ।

  • মানুষ ও জিন সৃষ্টির উপাদান এবং তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ।

  • সবকিছু ধ্বংস এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। মানুষ ও জিনের কাজের বিচার হবে।

  • পাপীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।

  • পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে পরকালে তাদের অফুরন্ত নিয়ামত। আল্লাহর কোনো নিদর্শন ও অনুগ্রহকে জিন বা মানুষের পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। 

সুরা ওয়াকিয়া, আয়াত ১- ৯৬

এ অংশের বিষয়বস্তু:

  • কিয়ামত অবশ্যই অনুষ্ঠিত হবে। মানুষ থাকবে তিন ভাগে: ১. সৌভাগ্যবান মানুষ, ২. দুর্ভাগা মানুষ, ৩. ভালো কাজে উৎসাহী মানুষ।

  • কারা ভালো কাজে উৎসাহী মানুষ। তাদের অনন্ত পুরস্কারের বিবরণ। তাঁরা পাবেন আল্লাহর নৈকট্য।

  • ভাগ্যবান লোকদের পুরস্কার। কারা সৌভাগ্যবান।

  • দুর্ভাগা লোক কারা। পরকালে দুর্ভাগাদের কঠিন শাস্তি।

  • পুনরুত্থানের যুক্তি।

  • কোরআন আল্লাহর মর্যাদাবান কিতাব। একে প্রত্যাখ্যান করা বোকামি।

  • সৌভাগ্যবানদের শুভ পরিণতি।

  • আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি।

সুরা হাদিদ, আয়াত: ১-২৯

এ অংশের বিষয়বস্তু:

  • মহাবিশ্ব চলছে আল্লাহর হুকুমে। আল্লাহ মহাবিশ্ব ও জীবন–মৃত্যুর প্রভূ। তিনি আদি ও অন্ত, মহাবিশ্বের স্রষ্টা।

  • ঈমান আল্লাহর পথে ব্যয় করার আহ্বান।

  • বিশ্বাসীদের পরকালে নিষ্কৃতি। কপট ও অবিশ্বাসীদের জন্য জাহান্নাম।

  • আল্লাহর পথে যারা দাতা তাদের প্রতিফল বহুগুণ বেশি।

  • দুনিয়ার নয়, পরকালের জীবনই আসল।

  • রাসুলদের পাঠানোর উদ্দেশ্য।

  • অতীতে রাসুলদের দাওয়াত কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। ইমানের পথ আলোকিত।