দুর্গতিনাশিনী আসছেন, মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব

দুর্গা প্রতিমা সাজাতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। বাংলাবাজার এলাকা, ১৮ অক্টোবর
ছবি: দীপু মালাকার

রাজধানীর ফার্মগেট এলাকার খামারবাড়ির দুর্গাপূজা মণ্ডপের প্রাঙ্গণসহ সামনের সড়কে সাজ সাজ রব। এরই মধ্যে মণ্ডপের বেদিতে প্রতিমা বসানো হয়ে গেছে। প্রতিমা রং করা, অলংকার পরানোসহ যাবতীয় কাজ শেষ। তবে প্রতিমার পেছনে চালি বসানো বাকি রয়েছে। এদিকে মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার জন্য বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মানুষের চলাচলের পথ। কেউ কেউ এর জন্য মাটিতে খুঁটি বসাচ্ছেন, কেউ বাঁশে রং করছেন, আবার কেউ বেদির আশপাশে বাঁশের দেয়ালে নকশা বসাচ্ছিলেন। এই মণ্ডপ বানানো হয়েছে বাঁশের কারুকাজ দিয়ে। বাইরে চলছে আলোকসজ্জার কাজ। আজ বুধবার বেলা ১১টার দিকে খামারবাড়িতে গিয়ে দুর্গাপূজার এই আমেজ টের পাওয়া যায়।

খামারবাড়ি মণ্ডপের প্রতিমা ও প্রাঙ্গণ নকশা করেছেন ভাস্কর উত্তম কুমার রায়। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, পূজার কাজ প্রায় চার মাস আগে শুরু হয়েছে। বেশির ভাগ কাজ এখানে হলেও মণ্ডপ প্রাঙ্গণ সাজানোর জন্য যেসব বাঁশের কাজ ব্যবহার করা হচ্ছে, সেগুলো করা হয়েছে মানিকগঞ্জে। ইতিমধ্যে সব ধরনের কাজ ৯৫ ভাগের মতো শেষ। আশা করা হচ্ছে, আজকের (বুধবার) মধ্যেই বাকি কাজ শেষ হবে।

শুধু খাবারবাড়িই নয়, সারা দেশেই দুর্গাপূজার মণ্ডপগুলোয় চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ১৪ অক্টোবর। ওই দিন মহালয়ার মধ্য দিয়েই দেবীর মর্ত্যে আগমনের সূচনা ঘটে। আগামী শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠী, সেদিন দেবী দুর্গার মন্দিরে আগমন ঘটবে। এর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত মণ্ডপে মণ্ডপে বাজবে বাদ্য, চলবে অর্চনা। মহাসপ্তমী বা শনিবার থেকে পুণ্যার্থীরা ঘুরে ঘুরে দেবী দর্শন করবেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, সারা দেশে এ বছর দুর্গাপূজার সংখ্যা ৩২ হাজার ৪০৮টি। গত বছরের চেয়ে এবার ২৪০টি পূজা বেশি হচ্ছে। ঢাকা মহানগরে এবার পূজার সংখ্যা ৩টি বেড়ে দাঁড়িয়েছে ২৪৫টিতে।

গত বছরের মতো এবারও দুর্গাপূজা হচ্ছে ঢাকার রমনা কালীমন্দিরে। প্রতিমাগুলোর চোখের অল্প কাজ ছাড়া সব শেষ বলে জানান এই মন্দিরের নিত্য পূজা সহকারী সম্পাদক মহন্ত চন্দ্র বর্মণ। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিমা তৈরির যে কাজ বাকি আছে, তা করতে আধা ঘণ্টার মতো সময় লাগবে। এটা যেকোনো সময় করা যাবে। এখন আমরা দেবীর আগমনের অপেক্ষায়।

রাজধানীর ফার্মগেট সংলগ্ন খামারবাড়ির দুর্গাপূজা মণ্ডপে চলছে রঙের কাজ। সনাতন সমাজ কল্যাণ সংঘ
ছবি: জাহিদুল করিম

অন্যান্য মন্দিরে দশমীতে বিসর্জন হলেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা প্রতিমা বছরজুড়ে থাকে। যেমন গত বছরের দুর্গাপূজার প্রতিমা এবার মহালয়ার দিন বিসর্জন দেওয়া হয়েছে। মহালয়ার দিন বিসর্জনের পর এবারের জন্য নতুন করে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ফলে এই মণ্ডপে প্রতিমা তৈরির শেষ হতে আগামী শুক্রবার বা মহাষষ্ঠী পর্যন্ত সময় লেগে যাবে বলে জানান প্রতিমা তৈরির দুই কারিগর সুকান্ত পাল ও নিতাই পাল।

হিন্দু শাস্ত্রমতে, এবার দেবী দুর্গার আগমন ও গমন—দুটিই হবে ঘোটক বা ঘোড়ায়। দেবীর আসা ও বিদায় একই বাহনে হলে তা অশুভ ইঙ্গিত। যদিও দেবী দুর্গা কখনো দুর্গতিনাশিনী, কখনো সংকটনাশিনী।

পূজা উপলক্ষে খামারবাড়িতে মূল সড়কে বানানো হয়েছে বিশাল তোরণ
ছবি: জাহিদুল করিম

এদিকে দুর্গাপূজা সামনে রেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। আর পূজা উদ্‌যাপন পরিষদ বলেছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ৩৫টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। আগামী নির্বাচন সামনে রেখে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সহিংসতার শঙ্কাও করছেন কেউ কেউ।

তবে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলে মনে করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার। এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতন–নিপীড়নের ঘটনা না ঘটে, সরকারের প্রতি তিনি সেই আহ্বান জানান।