চট্টগ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

লাখো মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জশনে জুলুস। মুরাদপুর মোড়, চট্টগ্রাম ২০ অক্টোবর
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আজ বুধবার সকালে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসে হাজারো মানুষ অংশগ্রহণ করে। আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল আলীর নেতৃত্বে নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকাহ–এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে সকাল আটটায় জুলুস বের হয়। এটি নগরের মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট প্রদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় এসে শেষ হয়।

পরে মাদ্রাসা মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদিন, পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হিযব রহমান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমানের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।

মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে জানান পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির।