শুভ বুদ্ধপূর্ণিমা বুধবার

শুভ বুদ্ধপূর্ণিমা

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা কাল বুধবার। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধধর্মাবলম্বীকে মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সাম্মানিক অধ্যাপক সুকোমল বড়ুয়া আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে আজকের নেপালের কপিলাবস্তু নগরের কাছের লুম্বিনি উদ্যানে জন্ম নেন গৌতম বুদ্ধ। কাল বুধবার ২৫৬৫ বুদ্ধবর্ষ শুরু হবে।

অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, ২৯ বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন। ছয় বছর কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্ব লাভ করেন ৩৫ বছর বয়সে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বুধবার সরকারি ছুটির দিন। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধপূর্ণিমা পালনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। রাজধানীর মিরপুর-১৩-এর শাক্য মুনি বৌদ্ধবিহারের প্রজ্ঞানন্দ মহাথেরো প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করা হবে। বুধবার সকালে পঞ্চশীল গ্রহণ করবেন দায়ক-দয়িতারা। এরপর বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে। পরে সংক্ষিপ্ত বক্তৃতা দেবেন তিনি।

বিকেল চারটার পর ভক্তরা বিহারে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারবেন। তবে সবই হবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। ফেডারেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া প্রথম আলোকে বলেন, সকালে বুদ্ধপূজা ও সংঘদান অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ছয়টায় বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এরপর বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্বালন ও সমবেত প্রার্থনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।