নতুন বছরে নতুন সরকার

শুধু এরশাদ নন, আমরা সবাই পরিবর্তনশীল। কেউ কম, কেউ বেশি। কারও ফেসবুকের প্রোফাইল পিকচার, রিলেশনশিপ স্ট্যাটাস বদলায়, কারও প্রেমিক বা প্রেমিকা বদলায়। কেউ চিকন থেকে মোটা হয়, কেউ হয় মোটা থেকে চিকন। এসব পরিবর্তন অনেকটা পাকিস্তান ক্রিকেট দলের মতো। নিশ্চিত করে কিছু বলা যায় না। কিন্তু প্রতিবছরের শুরুতে একটা পরিবর্তন নিশ্চিতভাবেই ঘটে। তা হলো ক্যালেন্ডার পরিবর্তন। দীর্ঘ ১২টি মাস যে ক্যালেন্ডার ঝুলে ছিল ঘরের দেয়ালে, যে ক্যালেন্ডারের পেছনে লুকিয়ে ছিল টিকটিকি-মাকড়শারা, যে ক্যালেন্ডারের তারিখ দেখে কেউ কেউ ঠিক করেছিল ডেটিংয়ের দিন, সেই ক্যালেন্ডারকেই নামিয়ে ফেলা হয় অযত্নে-অবহেলায়।
পুরোনো ক্যালেন্ডারের প্রয়োজন ফুরিয়ে গেছে। তার জায়গায় আসে নতুন ক্যালেন্ডার। এভাবেই প্রয়োজন ফুরিয়ে গেলে সবাইকে চলে যেতে হয়। আহা রে, কী নিষ্ঠুর পৃথিবী! ক্যালেন্ডারের মতোই নতুন বছরে এবার ক্ষমতায় আসছে নতুন সরকার। তবে ক্যালেন্ডারের পরিবর্তন হলে যেমন ক্যালেন্ডারের মাস পরিবর্তন হয় না, তেমনি নতুন সরকার এলেও ক্ষমতায় থাকছে সেই পুরোনো মানুষগুলোই। কী দারুণ ব্যাপার! এভাবে প্রতিবছর যদি নতুন নতুন সরকার আসে, একেবারে খারাপ হয় না। নির্বাচনের আগে নেতারা জনগণের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন, নিয়মিত নির্বাচনী এলাকায় যাওয়া-আসা করেন। প্রতিবছর নির্বাচন হলে প্রতিবছরই নেতারা জনগণের খোঁজখবর নেবেন। পাঁচ বছর পরপর খোঁজ নেওয়ার চেয়ে প্রতিবছর খোঁজ নেওয়া ভালো না? তা ছাড়া সব দেশের সরকারই তো পাঁচ বছর থাকে। আমরা না হয় একটু ব্যতিক্রম হলাম। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভাববে।