টু ডু লিস্ট

ব্যস্ততায় অনেকেই গুরুত্বপূর্ণ কাজের কথাগুলো ভুলে যান। তবে স্মার্টফোনের যুগে ভুলে যাওয়া রোধ করতে অনেকেই ‘টু ডু লিস্টে’ গুরুত্বপূর্ণ কী কী কাজ করতে হবে, তা লিখে রাখেন। কার টু ডু লিস্ট কেমন হতে পারে তা নিয়ে টু ডু লিস্ট ছাড়াই কিছু একটা ভাবার চেষ্টা করেছেন আদনান মুকিত 

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

ফেসবুক সেলিব্রেটি
 প্রোফাইল পিকচার ও কভার ফটো বদলাতে হবে।
 আগের স্ট্যাটাসে ভিন্নমত পোষণকারীদের ব্লক করতে হবে।
 আজাইরা যেসব ছবিতে ট্যাগ করা হয়েছে, সেগুলো আনট্যাগ করতে হবে।
 ইনবক্সে মেসেজ জমে গেছে। রিপ্লাই (মেয়েদের) দিতে হবে।
 সাম্প্রতিক ইস্যু নিয়ে জ্বালাময়ী স্ট্যাটাস দিতে হবে (প্রয়োজনে নতুন ইস্যু তৈরি করতে হবে)।

হুসেইন মুহম্মদ এরশাদ

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

 কাল গলফ খেলব।
 কর্মীদের সঙ্গে মিটিং।
 গলফ খেলব না।
 মিটিং বাদ। কোনো মিটিং হবে না।
 কাল একটা ফাইনাল টু ডু লিস্ট করব।

জনৈক প্রেমিক

জনৈক প্রেমিক
জনৈক প্রেমিক

 মিলাকে এসএমএস: গুড মর্নিং, গুড নাইট, কী করো? আই লাভ ইউ...।
 ফেসবুক: মিলার স্ট্যাটাস, ছবিতে লাইক, ভালো ভালো কমেন্ট। অন্য কোনো মেয়ের ছবিতে লাইক না দেওয়া।
 বুধবার: মিলার গোল্ডফিশের জন্মদিন; ১২টা এক মিনিটে উইশ করা। গোল্ডফিশের নাম গোল্টু।
 ক্লাস রুটিন: ওর নতুন ক্লাস রুটিন মুখস্থ করা। প্রতি ক্লাস শেষে ফোন দিয়ে খোঁজ নেওয়া।
 খাওয়া-দাওয়ার খোঁজ নেওয়া।

বাড়ির কর্তা (সম্প্রতি অবসরপ্রাপ্ত)

জনৈক প্রেমিক
জনৈক প্রেমিক

 বিদ্যুৎ বিল খুঁজে বের করা।
 বিদ্যুৎ বিল পরিশোধ।
 পরিশোধিত বিলের কপি নিরাপদ স্থানে রাখা।
 আরেকটা আপাতত মনে পড়ছে না।

জনৈক চোর
 স্পটে ফোন সাইলেন্ট রাখতে হবে।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

জনৈক তরুণী
 পারলার: চুল স্ট্রেইট, ফেসিয়াল, নেইল পেইন্ট, অন্যান্য।
 ড্রেস: নতুন জামায় লেস লাগাতে হবে। পার্পল কালারের শাড়ি নেই, কিনতে হবে।
 কাল ক্লাস। ড্রেস রেডি করতে হবে।
 ফেসওয়াশ শেষ, কিনতে হবে।
 চুড়ির কালেকশন বাড়াতে হবে।