প্রতিভার সদ্ব্যবহার

দুই বছরের চেষ্টায়, ১০০ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের প্রায় ১৭ কোটি টাকা চুরি করেছেন সোহেল। এমন নিষ্ঠাবান এবং পরিশ্রমী একজন মানুষকে জেলে ফেলে না রেখে দেশের কী কী কাজে লাগানো যেতে পারে?

.
.

সোহেলকে দায়িত্ব দিলে ডাঙা থেকে সুড়ঙ্গ কেটে নদীর তলার মাটির নিচে থাকা তেল-গ্যাস-কয়লা বের করে নিয়ে আসতে পারবেন।
কী ভাই, এই ভাবে দৌড়াইতাছেন ক্যান? খুশির খবর আছে? নদীর নিচে তেল পাওয়া গেছে?
রাখেন মিয়া তেল! সুড়ঙ্গ কাটতে গিয়া ভুল করে নদীর তলা ফুটা করে দিছি। এখন খাল দিয়ে কুমির আসতেছে। জানের মায়া থাকলে দৌড়ান।
সোহেলকে রেলমন্ত্রী বানানো যায়। নিজ দায়িত্বে

.
.

সুড়ঙ্গ খুঁড়ে দেশে ‘পাতালরেল’ চালু করা তাঁর জন্য কোনো ব্যাপারই নয়।
স্যার, পাতালরেলের জন্য আপনি এমন মাতাল হয়েছেন কেন?
আগে তো ট্রাকে করে টাকার বস্তা সরাইছিলাম। ট্রাকের চেয়ে রেলে বস্তা বেশি ধরবে। পরেরবার রেলে করে সরানোর প্ল্যান আছে।
সোহেলকে দায়িত্ব দিলে মাটি খুঁড়ে বাংলাদেশ থেকে অন্য সব দেশে যাওয়ার সুড়ঙ্গপথ বানিয়ে ফেলতে পারেন। তখন বাংলাদেশ থেকে অন্য দেশে যাতায়াত সহজ হবে। অনেক টাকা খরচ করে উড়োজাহাজও কিনতে হবে না আর। 

আপনাকে বলেছিলাম, এই সুড়ঙ্গ যেন হোয়াইট হাউসের মেঝেতে গিয়ে শেষ হয়। আপনি কই শেষ করছেন?
আমি তো হোয়াইট হাউস ভেবেই মেঝে কাটছিলাম। উঠে দেখি, সেটা সোনালী ব্যাংকের ওয়াশিংটন শাখার মেঝে।