ডিজিটাল!

মা: ফেসবুক বাদ দে। ফেসবুকের বাইরেও অনেক কিছু আছে!
আমি: টুইটার ভাল্লাগে না!
মা: আরে, মানুষজনের সঙ্গে কথা বললেও তো পারিস!
আমি: স্কাইপে কথা বলা বিরাট ধৈর্যের কাজ!
মা: তোর কোনো গ্রুপ নাই? ওদের সঙ্গে আড্ডা দে।
আমি: বলো কী! ফেসবুকে আমি কত্তগুলা গ্রুপে জয়েন করছি!
মা: তোর একটা প্রেম করা দরকার। মাথা ঠিক হয়ে যাবে।
আমি: করি তো, মাই বিএফ লাভস মি হান্ড্রেড পার্সেন্ট।
মা: কবে থেকে?
আমি: জানি না। ফেসবুক অ্যাপস দিয়ে বের করছি।
মা: বিএফটা কে?
আমি: শিওর না! অ্যাপসে একেক সময় একেকজনের নাম আসে!
মা: ফেসবুকের বাইরের দুনিয়ায় আয়!
আমি: লিংক দাও। আমার আবার নেট স্লো! যেতে টাইম লাগবে।
 তানহা তামান্না