লোক দেখানোর আগে

>

আঁকা: রাকিব রাজ্জাক
আঁকা: রাকিব রাজ্জাক

বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মতো মহৎ কাজ আর কী-ইবা হতে পারে? বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ালে আর দশজনকে সেটা জানালে ক্ষতিও নেই। মহৎ কাজ দেখলে মানুষ উৎসাহী হয় ভালো কিছু করতে। বিশেষ করে ভালো কাজের ছবি বা লেখা ফেসবুকে শেয়ার করলে সমাজে মঙ্গলই বয়ে আনবে। কিন্তু বিপদগ্রস্তকে সাহায্য করার ছবি ফেসবুকে শেয়ার করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে, না হলে আপনি হতে পারেন হাসির পাত্র!

■ শীতকালের কোনো ছবি শেয়ার করতে চাইলে সেটা গরমের দিনে শেয়ার না করে পরবর্তী শীতকালের জন্য অপেক্ষা করুন।

■ জ্যাকেট এবং মাফলার জড়ানো কোনো ছবি গরমকালে শেয়ার করতে চাইলে অবশ্যই ফটোশপ করে জ্যাকেট এবং মাফলার মুছে নিন।

■ ছবি শেয়ার করার আগে ইন্টারনেট সংযোগ শক্তিশালী কি না, তা যাচাই করে নিন। দুর্বল ইন্টারনেটের কারণে আজ ছবি শেয়ার করলে সেটা ছয় মাস কিংবা এক বছর পরও আপলোড হতে পারে।

■ ছবির রেজল্যুশন ভালো কি না, সেটা দেখে নিন। না হলে যাঁর ছবি শেয়ার করছেন, তাঁকে চিনতে না পেরে লোকজন গুজব বলে ধরে নেবে।

■ ছবির প্রাইভেসি পাবলিক থেকে ফ্রেন্ডস করে দিন। ফলে পাবলিক আপনার ছবিতে ত্রুটি খুঁজে পেলেও কমেন্ট করে সেটা জানাতে পারবে না। অন্যদিকে আপনার বন্ধুরা ত্রুটি পেলেও বন্ধু হিসেবে সেটা ইনবক্সে জানিয়ে দেবে।

■ যেকোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো ছবির প্রাইভেসি অনলি মি করে দেওয়া। রস+আলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারে, প্রাইভেসি অনলি মি করা থাকলে কেউ কখনো শেয়ার করা ছবির একটা ত্রুটিও খুঁজে বের করতে পারবে না।