ওবায়দুল কাদের উবাচ

ফিটনেসবিহীন গাড়ি ধরার জন্য অভিযান চালালে রাস্তায় গাড়ি থাকে না। আমি যাই কই, মানুষ যায় কই?

(রাজধানী ঢাকার এলেনবাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এক অনুষ্ঠানে)

৩ জুন ২০১৮, প্রথম আলো

সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি দাবি মামাবাড়ির আবদার। এই আবদারটা না করলেই হয়। এটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক ও অবাস্তব।

(ঢাকার লেডিস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল)

১১ জুন ২০১৮, প্রথম আলো

প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন। তিনি কথা দিলে কথা রাখেন।

(রাজধানীর বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে)

৯ জুলাই ২০১৮, প্রথম আলো

খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতির ইস্যু খুঁজে বের করাটা বিএনপির কাছে গুরুত্বপূর্ণ।

(মুন্সিগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ প্রকল্প এলাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক সভায়)

১৭ জুলাই ২০১৮, প্রথম আলো

নৌমন্ত্রী তাঁর বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। বারবার ক্ষমাও চেয়েছেন। সরি বলেছেন, অ্যাপোলোজাইজ (দুঃখ প্রকাশ) করেছেন। মন্ত্রী যখন ক্ষমা প্রার্থনা করছেন, তাঁকে কি মাফ করা যায় না?

(ঢাকার সোনারগাঁও হোটেলে ঢাকা সাবওয়ের সম্ভাব্যতা যাচাইয়ের এক অনুষ্ঠান শেষে)

২ আগস্ট ২০১৮, প্রথম আলো

যারা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে গুলি করতে করতে আসবে, তাদের বলপ্রয়োগ না করে কি চুমু খাবে?

(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানীতে তাঁর কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর)

৫ আগস্ট ২০১৮, প্রথম আলো

এ বক্তব্যে কেউ কষ্ট পেলে আমি দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্য মুখ ফসকে বের হয়ে গেছে। রাজনীতিতে এ ধরনের শব্দ ব্যবহারও হয়, কিন্তু কেউ আমার কাছে আশা করে না।

(ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে)

৫ আগস্ট ২০১৮, প্রথম আলো

আহত হলাম আমরা। আক্রান্ত হলাম আমরা। এখন দেশে-বিদেশে সুপরিকল্পিতভাবে অপবাদ ছড়ানো হচ্ছে। আমাদের আক্রমণকারী হিসেবে নিন্দিত করে আমাদের দলের, ছাত্র সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে।

(আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে)

৭ আগস্ট ২০১৮, প্রথম আলো

আমি বলেছি ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার তালিকা দিন। ঘটনায় ছাত্রলীগের কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সাংগঠনিক ও আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিচারের মুখোমুখি হতে আওয়ামী লীগের কোনো দ্বিধা নেই। শেখ হাসিনার সরকারের সময়ে কেউ রেহাই পায়নি, পাবেও না।

(আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে)

৭ আগস্ট ২০১৮, প্রথম আলো

যারা ৯ বছরে ৯ মিনিটও রাস্তায় বিক্ষোভ দেখাতে পারেনি, আন্দোলন করতে পারেনি, আন্দোলনের ডাক দিয়ে বড় নেতারা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখেন।

(বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মদিন উপলক্ষে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রী সমাবেশে)

৮ আগস্ট ২০১৮, প্রথম আলো

এই পার্টি আবারও প্রমাণ করল, এটা বিএনপি-বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয়, এটা বাংলাদেশ নালিশ পার্টি।

(ঢাকার আজিমপুর এতিমখানায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে)

৮ আগস্ট ২০১৮, প্রথম আলো

বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে পারেনি বলেই তারা এত দিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে। বিএনপির নেতাদের মধ্যে সমন্বয় নেই। তারা তাদের লক্ষ্য নির্ধারণ করতে পারছে না। বিএনপি এখন পাল ছেঁড়া নৌকার মতো হয়েছে। আর তাই তারা সবকিছুতে উদ্বিগ্ন থাকে।

(রাজধানীর কেরানীগঞ্জে বিআরটিএর কার্যালয়ে নিজ মন্ত্রণায়ের নেওয়া ক্রাশ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন শেষে)

৯ আগস্ট ২০১৮, প্রথম আলো