তিতাস কর্তাদের করা প্রশ্ন

>

ঘুষখোর তিতাস গ্যাং যদি গণিত প্রশ্ন করে, সেটা কেমন হবে? ভেবেছেন শরীফ মজুমদার

মডেল টেস্ট

বিষয়: গণিত (সৃজনশীল নয়, নরমাল)

সেট: তিতাস

সময়: আনলিমিটেড

পূর্ণমান: ৯০ কেজি

(বি.দ্র.: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)

(সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে তিতাসীয় ও সাধারণ গাণিতিক ধারণার মিশ্রণ দূষণীয়।)

                                                                                                                                                                                                                   নম্বর

১. বল্টু দোকানে গিয়ে ২ কেজি আলু কিনে দোকানদারকে ১০০ টাকার একটি নোট দিল। প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা হলে দোকানদার বল্টুকে আর কত কেজি টাকা ফেরত দেবে? ১০

২. একটি জমিতে ২৫ কুইন্টাল চাল উৎপন্ন হয়। এরূপ ১০টি জমিতে কয় টাকা উৎপন্ন হবে? ১০

৩. ধরো, একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা একটি টাকার গাছ লাগিয়েছেন। সেই গাছে প্রতিবছর শ শ কেজি ফলন হলে, বলতে হবে ওই কর্মকর্তা কোথায় চাকরি করেন? ১০

৪. প্রটি ঘনফুট গ্যাসের দাম ১০ টাকা ৮০ পয়সা হলে ১ টন টাকায় (লিগ্যালি) কয় ঘনফুট গ্যাস পাওয়া যাবে? ১০

৫. একটি অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী ঘুষ খাতে প্রাপ্ত ২ কোটি টাকা ১০: ৬: ২ অনুপাতে ভাগ করে নিল। কর্মচারীর প্রাপ্ত টাকাকে গ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, ন্যানোগ্রাম, মাইক্রোগ্রাম, পিকোগ্রাম, ফেমটোগ্রামে প্রকাশ করো। ১০

৬. ‘একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ১০০০ গুণ বেড়ে যায়।’ উপরিউক্ত উক্তির মাধ্যমে একজন তিতাস কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ হওয়ার সম্ভাব্যতা জ্যামিতিকভাবে প্রমাণ করো। ১০

৭. ১ টন = কয় টাকা? ১০

৮. একটি চৌবাচ্চায় ২০০০ লিটার পানি ছিল। অসাবধানতাবশত একজন তিতাস কর্মকর্তার পকেট থেকে ওই চৌবাচ্চায় ৩টি ১০০০ টাকার নোট পড়ে গেল। এখন চৌবাচ্চায় মোট পদার্থের ভর কত কেজি? (প্রটি লিটার বিশুদ্ধ পানির ভর ১ কেজি) ১০

৯. একটি শ্রেণির ৫ জন বালকের ভর যথাক্রমে ৫৫ কেজি, ৬৩ কেজি, ৬১ কেজি, ৪৮ কেজি ও ৫৩ কেজি হলে তাদের গড় বাজারদর কত? ১০