কেউ কথা রাখেনি(ফেসবুক ভার্সন)

.
.

তেত্রিশ মাস কাটল, কেউ কথা রাখেনি।
শুরুর দিকেই এক ‘অ্যাড মেহ’ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বলেছিল,
তাকে অ্যাড করে নিলে আমার প্রতিটা পোস্টে লাইক দেবে
বিনিময়ে তার প্রতিটা আলতু-ফালতু স্ট্যাটাসে লাইক-কমেন্ট দিলাম
কিন্তু সেই অ্যাড মেহ প্রতিদানে কিছুই দিল না।
তেত্রিশ মাস অপেক্ষায় আছি।
লাইক বাবা ইনবক্স করে বলেছিল, আরেকটু ফেমাস হ
তোকে আমি অটোলাইক অ্যাপসের সন্ধান দেব।
যেখানে স্ট্যাটাস দিলে পরে

মুহূর্তেই হাজার হাজার লাইক পড়ে।
লাইক বাবা, আমি আর কত্ত ফেমাস হব?
আমার ফলোয়ার সংখ্যা মেহজাবিনকে ছাড়িয়ে গেলে
তবেই কি তুমি আমাকে অটোলাইক অ্যাপসের সন্ধান দেবে?

একটাও লাইক বাড়াতে পারিনি
দেখিয়ে দেখিয়ে লাইক বাড়িয়েছে শুধু ফেসবুক ‘ছেলেরবেটি’রা
ভিখেরির মতন তাদের হোমপেজ ব্রাউজ করে দেখেছি
সেখানকার লাইক উৎসব।
সুন্দর সুন্দর তামিল নায়িকার ছবি দেওয়া ‘রমণী’রা
কত রকম কমেন্ট করেছে,
আমার স্ট্যাটাসের দিকে তারা ফিরেও তাকায়নি।

লাইক বাবা এক পোস্টে ট্যাগ করে বলেছিল
দেখিস একদিন আমাদের স্ট্যাটাসেও...
লাইক বাবার আইডিই আজ ব্যান্ড, আমাদের দেখা হয়নি কিছুই

হুট করে পোক মেরে বরুণা বলেছিল
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেই দিন তোমার-আমার ছবি প্রোফাইল পিকে দেব।
ভালোবাসার জন্য কিডনি বেচে ডিএসএলআর কিনেছি
তুলে দিয়েছে বরুণার ১০০ গিগা ছবি
তবু প্রো পিকে আমাদের ছবি দিল না বরুণা
এখনো তার রিলেশনশিপ স্ট্যাটাস—কমপ্লিকেটেড।

কেউ কথা রাখেনি। তেত্রিশ মাস কাটল, কেউ কথা রাখে না!

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতা অবলম্বনে