ক্রিকেট মানে ঝিঁঝি পোকা

কী রে দাঁতে ব্যথা করছে?
বলতে পারব না! দাঁতটাকে তো মাঠেই রেখে এসেছি।
স্যার, ব্যাটসম্যানকে ধাক্কা আমি দিয়েছি বটে, কিন্তু ধাক্কা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না।
ঠিক বলেছেন, আমিও আপনাকে আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করলাম বটে, কিন্তু আপনাকে নিষিদ্ধ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না।
পরজন্মে আমি যেন তোমার হাতের ব্যাট হতে পারি!
এবং সেটা টি-টোয়েন্টির ব্যাট হলে ভালো হয়, টেস্ট-ফেস্টের যেন না হয়!
আমাদের এই ব্যাট আগুন দিয়ে পোড়াতে যান, আগুন নিভে যাবে। হাতুড়ি দিয়ে পেটান, আবার সোজা হয়ে যাবে। এই যে স্ট্রোকের জায়গাটা কত মোটা দেখেছেন? বাড়ি দিলে ইটও ভেঙে যাবে!
বুঝলাম, আপনাদের ব্যাট দিয়ে অনেক কিছু করা যাবে। কিন্তু এটা দিয়ে ক্রিকেট খেলা যাবে তো?
আমার মতো ক্লাবের মালিক তুমি কোথাও খুঁজে পাবে না। প্রত্যেক ক্রিকেটার ক্লাব ছাড়ার সময় আমার জন্য কেঁদেছে।
পুরো বেতনটা ঠিকমতো দিলেই হতো!
টি-টোয়েন্টির টিকিট পাওয়া যে কী মুশকিল! ইস্টার্ন গ্যালারিতে দুইটা টিকিট পেলাম, কিন্তু গার্লফ্রেন্ডের পছন্দ হলো না, সে সাউথ গ্যালারির টিকিট চায়। এখন টিকিট বদলাই কী করে?
আরে ধুর! এখন টিকিট পাবি কোথায়? টিকিটের চেয়ে বরং গার্লফ্রেন্ডটাই বদলে ফেল!