বিশ্বকাপ রঙ্গ

.
.

হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করলেন এক ভদ্রমহিলা। ইন্সপেক্টরকে বললেন, ‘ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী গতকাল বিশ্বকাপ খেলার সময়সূচি আনতে বাজারে গিয়েছিলেন, এখনো ফিরে আসেননি।’
ইন্সপেক্টর ভাবলেশহীন মুখে বললেন, ‘তো সমস্যা কী? স্বামীকে ছাড়াই খেলা দেখুন।’

বিশ্বকাপ দেখার জন্য করিম তার চাচাকে নিয়ে ব্রাজিলে যেতে চায়। কিন্তু করিমের চাচা উড়োজাহাজে উঠতে ভয় পান। এতে করিম খুবই হতাশ। সে তার চাচাকে বলল, ‘চাচা, মরার সময় হলে তুমি এমনিতেই মরবে, প্লেনেই থাকো বা সাইকেলে।’ করিমের চাচা জবাব দিলেন, ‘বাবা রে, আমার সময় না হলে কী হবে, পাইলটের যদি সময় হয়ে যায়!’

এক ভিক্ষুক ভিক্ষা করছিল। হঠাৎ তার সামনে একটি গাড়ি এসে থামল। সে যথারীতি বলা শুরু করল, ‘একটা টাহা ভিক্ষা দেবেন স্যার?’ গাড়ির আরোহী বলল, ‘মাফ করো।’ ভিক্ষুক হঠাৎ খেপে গিয়ে বলে উঠল, ‘এই মাফ করার চক্করে আমার কমপক্ষে এক লাখ টেহা জইমা গেছে! মাইনষের এই টেহা দিয়া আমি বিশ্বকাপ দেখবার যাইতে পারতাম।’
সিয়াম ইবনে হাসনাত
মুরাদনগর, কুমিল্লা