সাক্ষাৎকার

.
.

সাংবাদিক: আপনার নাম?
জনৈক নেতা: মফিজ।
সাংবাদিক: পুরো নাম বলেন?
জনৈক নেতা: সৈয়দ আবুল।
সাংবাদিক: নামের লাস্টে কী হবে—খান, চৌধুরী নাকি
অন্য কিছু?
জনৈক নেতা: আমার পুরো নাম আবদুল কালাম তরফদার।
সাংবাদিক: কালাম সাহেব, একেকবার একেক নাম বলছেন, দয়া করে আসল নাম বলেন।

জনৈক নেতা: আসল নাম খবীর চৌধুরী।

সাংবাদিক: এটা আপনার সত্যিকারের নাম তো?

জনৈক নেতা: হ্যাঁ রে ভাই,

রাকিবুল ইসলামই আমার

সত্যিকারের নাম।

সাংবাদিক: তো, পত্রিকায় আপনার কোন নাম লিখব?

জনৈক নেতা: কেন, আমার নামেই লিখবেন—হুসেইন মুহম্মদ এরশাদ।

সাংবাদিক: আপনি নাকি বলেছেন আত্মহত্যা করবেন?

জনৈক নেতা: দেখেন ভাই, আমি আত্মহত্যার বিপক্ষে, ওই কথা বলেছি আত্মরক্ষার্থে।

সাংবাদিক: তাহলে আপনি আত্মহত্যা করছেন না?

জনৈক নেতা: আমি কি বলেছি আত্মহত্যা করব না?

সাংবাদিক: আমরা কী ধরে নেব...করছেন নাকি না?

জনৈক নেতা: ভাই শোনেন, আমাকে নিয়ে টানাহেঁচড়া করবেন না। আমি আছি বিরাট চাপে। আত্মরক্ষার্থে আমি আত্মহত্যাও করে ফেলতে পারি!

 মৃণাল কান্তি দাস