গাড়ি কিনবেন একটু পড়ুন

সেডান কার এখনো ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। মিতসুবিশি, টয়োটা, নিশান, হুন্দাই, ফোর্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের সেডান কার আছে। এ ছাড়া অনেক ব্র্যান্ড বর্তমানে এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) কম সিসিতে, অর্থাৎ ২০০০ সিসির মধ্যে তৈরি করছে। কর হার কম হওয়ায় এসব গাড়ির দাম ক্রেতাসাধারণের নাগালে আসতে শুরু করেছে। তাই চাহিদা বাড়ছে।

নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের কয়েকটি বিষয় নজর রাখলেই চলে। ক্রেতাদের জন্য ব্যবসায়ীদের পরামর্শ, আপনি যে ব্র্যান্ডের গাড়ি কিনবেন বলে মনস্থির করছেন সেটির সুনাম কেমন সেটি যাচাই-বাছাই করুন। ইন্টারনেটে খোঁজ করলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। যে ব্র্যান্ডের গাড়ি কিনবেন বাংলাদেশে তাদের অনুমোদিত এজেন্ট আছে কি না দেখতে হবে। এ ছাড়া বিক্রয়োত্তর যেসব সেবা দেওয়ার প্রতিশ্রুতি করা হচ্ছে সেসব দেওয়ার সক্ষমতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আছে কি না সেটি খোঁজ নিন। আর অবশ্যই গাড়িটার একটা টেস্ট ড্রাইভ বা পরীক্ষামূলকভাবে চালাবেন। তাতে আপনি যে সন্তুষ্টি প্রত্যাশা করছেন, সেটি সম্পর্কে সম্যক ধারণা পাবেন।