'হ্যালো তাজউদ্দীন, আমার দেশবাসীরা কেমন আছে?'

স্বজন সমীপে
৯ জানুয়ারি ১৯৭২, রোববার
দৈনিক ইত্তেফাক, বিপিআই
লন্ডন হইতে ঢাকা

‘হ্যালো তাজউদ্দীন, আমি এখন সাংবাদিকদের দ্বারা পরিবেষ্টিত, আমি তাঁদের কাছে কী বলব, আমার প্রিয় দেশবাসীরা কেমন আছে, পাকিস্তানি সামরিক জান্তা কি আমার দেশবাসীকে হত্যা করেছে?’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গতকাল সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের সহিত লন্ডন হইতে টেলিফোনযোগে কথা বলার সময় প্রথমেই এক নিশ্বাসে এই কথা কয়টি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী জবাবে বঙ্গবন্ধুকে জানান যে বর্বর পাকিস্তানি সামরিক জান্তা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়াছে এবং অসংখ্য লোককে দেশছাড়া করিয়াছে।

প্রধানমন্ত্রী আরও জানান, সব রকমের দুঃখকষ্ট সত্ত্বেও বাংলার জনসাধারণ আপনার নেতৃত্বে অবিচল আস্থা রাখিয়া দেশকে মুক্ত করার জন্য অস্ত্র ধারণ করে। নেতার প্রতি তাহাদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস এখনো অক্ষুণ্ণ রহিয়াছে।