উত্তর হতে হবে যথাযথ ও প্রাসঙ্গিক

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে মান ১০০। সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। এ বিষয়ে ভালো নম্বর পেতে হলে মনোযোগ সহকারে পুরো পাঠ্যবই পড়ে প্রস্তুতি নিতে হবে।

১ নম্বর প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটির জন্য থাকবে ১ করে মোট ৪০ নম্বর। প্রতিটি প্রশ্নের নিচে চারটি বিকল্প উত্তর থাকবে। তাই সঠিক ক্রমনম্বরের সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই সবচেয়ে ভালো। যেমন—

১. কার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়?

ক) পিতা-মাতার খ) দাদির গ) ভাই-বোনের ঘ) নানা-নানীর

উত্তর: ১. ক) পিতা-মাতার

২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?

ক) সেবার খ) কাজের গ) মুক্তির ঘ) বস্ত্রের

উত্তর: খ) কাজের

১ নম্বর প্রশ্নে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। এ যোগ্যতাভিত্তিক প্রশ্নের জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই। প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনীতে দেওয়া ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে পড়বে এবং মনে রাখবে।

২ নম্বর প্রশ্ন: শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। নম্বর থাকবে হবে ১ করে মোট ১০। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দাংশ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। যেমন—

প্রশ্ন: (ক) আনুগত্যের জন্য —প্রয়োজন।

উত্তর: (ক) ইমান আনা।

প্রাথমিক সমাপনীতে যারা জিপিও-৫ বা পেতে আগ্রহী তারা পূর্ণ বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা বাক্যাংশ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দেবে। যেমন—

প্রশ্ন: খ) ঢাকা শহরকে বলা হয় — শহর।

উত্তর: খ) ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর।

শূন্যস্থান পূরণে পুরো নম্বর পেতে পাঠ্যবইয়ের অনুশীলনীতে দেওয়া শূন্যস্থান ছাড়াও প্রতিটি অধ্যায় থেকে উপযুক্ত বাক্য বাছাই করে নিয়মিত পড়বে ও রিভিশন দেবে।

৩ নম্বর প্রশ্ন: ৩নং প্রশ্ন থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। এখানে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। নম্বর থাকবে প্রতিটিতে ১ করে মোট ১০। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রযোজ্য বা সঠিক তথ্য বা তত্ত্ব বাক্যে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ১। তাই শুধু দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তর বড় করার প্রয়োজন নেই।

৪ নম্বর প্রশ্ন: ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো। মোট ১০টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ৮টির প্রতিটির জন্য নম্বর থাকবে ৫ করে মোট ৪০। ক ও খ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর প্রদান বাধ্যতামূলক। যেহেতু পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে পড়বে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। প্রশ্নের চাওয়া কারণ/পার্থক্য/ তথ্য/তত্ত্ব/যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই ভালো নম্বর পাবে।

বাকি ৬টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর সঠিকভাবে প্যারায় লিখতে হবে। প্রশ্নের প্রয়োজনে পবিত্র আল-কোরআন, আল-হাদিস, আল্লাহ তাআলা, হজরত মুহাম্মদ (সা.)-এর উদ্ধৃতি দেবে। উদ্ধৃতি অবশ্যই সঠিক হতে হবে। উদ্ধৃতি লেখার আগে সেটি কার উদ্ধৃতি তা লিখতে হবে, শেষে সূরার নাম, আয়াত নং উল্লেখ, হাদিসের নাম সঠিকভাবে থাকতে হবে। যেমন—

# আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল।’ (সূরা আল-নিসা, আয়াত-১২)

# মহানবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম)

বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে পাঠ্যবইয়ের তথ্য ছাড়াও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক একাধিক তথ্য উল্লেখ করা যাবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু প্রতিটি উত্তরের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নের চাহিদানুযায়ী লিখবে।

শিক্ষক, বিএমটিটিআই, ঢাকা