
পর্দায় বিয়ে করেছেন বহুবার! বাস্তবে কেমন বউ চান চলচ্চিত্র অভিনেতা শাকিব খান? জেনে নিন এবার...
‘ছোটবেলায় মায়ের কাছে পরির অনেক গল্প শুনেছি। মায়ের গল্পের সেই পরিরা খুবই সুন্দর। মনে মনে তখন ভাবতাম, বড় হয়ে পরিকে বিয়ে করব।’ শাকিব খানের কথা শুনতে শুনতে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। রূপকথার পরির মতো শাকিব খানের বিয়েটাও কি তাহলে কল্পনায় থেকে যাবে? শাকিবের ছোটবেলার গল্প অবশ্য তখনো ফুরায়নি। বলছিলেন, ‘বাবা সরকারি চাকরি করতেন। বদলির চাকরি। আজ এক জেলায় তো কাল আরেক জেলায়। একাধিক স্কুলে পড়ার সুবাদে যে স্কুলেই পড়েছি, সেই স্কুলেই সহপাঠী বান্ধবীদের মধ্যে যে বেশি সুন্দরী, তার প্রতিই অন্য রকম ভালো লাগা কাজ করত। তবে ক্লাসের বাইরে অন্য ক্লাসের মেয়েদের প্রতি এই আকর্ষণটা কখনো তৈরি হয়নি।’ কৈশোরের প্রেমের গল্পও শোনা হলো ঢালিউডের ‘কিং খান’–এর মুখে, ‘একবার বাবার বদলি হলো মানিকগঞ্জে। তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি। ক্লাসে আমার তিন সহপাঠী সবিতা, জুঁই ও শিমু। আমার দুই বন্ধু জুয়েল ও সোহাগ সবিতা ও জুঁইকে পছন্দ করলেও আমার ভালো লাগত শিমুকে। ও খুব সুন্দর ছিল। মনে মনে শিমুকে বউ বানানোর স্বপ্ন দেখতাম। শিমুও হয়তো জানত, আমি ওকে পছন্দ করি। কিন্তু শাহিন নামে আমাদের ক্লাসে এক বখাটে ছিল। সে আবার শিমুকে পছন্দ করত। শাহিনদের পরিবার ওখানকার খুবই প্রভাবশালী। এই কারণে ভয়ে পছন্দের কথাটা আর শিমুকে বলা হয়নি।’ বোঝা গেল, ছেলেবেলায়ও নায়ক শাকিব ভিলেনের হাত থেকে রেহাই পাননি।
চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর থেকে সহশিল্পী–নায়িকাদের মধ্যেও কাউকে কাউকে ভালো লেগেছে। সেটা মেনে নিয়েই শাকিব খান বললেন, ‘বউ হিসেবে আমি এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই, যে মেয়েটি মোটামুটি সুন্দর, মনটা ভালো, সবার সঙ্গে মিশতে পারে এবং সংসারী। সে ক্ষেত্রে মেয়েটি মিডিয়ারও হতে পারে, বাইরেরও হতে পারে। এ নিয়ে আমার অনড় অবস্থান নেই। আমার প্রত্যাশিত গুণগুলো থাকলেই চলবে। আছি গল্পের পরি বা আমার স্বপ্নে দেখা রাজকন্যার অপেক্ষায়...।’