দেখে নিন কোপায় কখন, কোন ম্যাচ
একটা পর্যায়ে তো মনে হচ্ছিল কোপা আমেরিকা হবেই না। প্রতিযোগিতা শুরুর তিন দিন আগেও যদি সেটি আদালতে নিষ্পত্তির বিষয় থাকে, তাহলে তো শঙ্কা জাগাটাই স্বাভাবিক। ২০২০ সালে করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে আয়োজন করা গেল না লাতিন অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতা। ব্যাপার সেটি নয়। করোনা মহামারির কারণে তো কত বড় বড় প্রতিযোগিতাই পিছিয়ে গেছে। ইউরো চ্যাম্পিয়নশিপ হয়নি, এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। কোপা না হওয়াটাই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু এ বছর! এক বছর পিছিয়ে দেওয়ার পরেও তো কোপা নিয়ে অনিশ্চয়তা ছিল শেষ পর্যন্ত। প্রথমে কলম্বিয়া আর আর্জেন্টিনার যৌথ আয়োজনে এটি হওয়ার কথা থাকলেও এ বছর কলম্বিয়াতে রাজনৈতিক সংঘাত, সে পরিকল্পনা ভেস্তে দেয়। লাতিন অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সেটি কলম্বিয়াতে আয়োজনের কোনো কারণ খুঁজে পায়নি। আর্জেন্টিনার আয়োজনের অধিকারটা একক হয়ে গেলেও বাঁধ সেধেছে করোনার ঢেউ। আর্জেন্টিনায় করোনা এত বেড়ে গেল যে ১৩ দিন আগে কনমেবল সেখান থেকেও প্রতিযোগিতা সরিয়ে নিয়ে এল। কিন্তু সেটি এখন আয়োজিত হচ্ছে এমন একটা দেশে, যেটি করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। ব্রাজিলকে আয়োজনের ভার দেওয়ার পর সবাই বেশ অবাকই হয়েছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ ব্রাজিলে করোনায় আক্রান্ত হচ্ছে। মৃত্যুও কমছে না। এ অবস্থায় ব্রাজিলে আয়োজনটা নৈতিক দিক দিয়ে কতটা সঠিক, সে প্রশ্ন উঠেছেই। ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়েরা তো রাজিই ছিল না কোপায় খেলতে। শেষ পর্যন্ত ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়ে কোপা হচ্ছে। কিন্তু অনিশ্চয়তা থাকছেই। ব্রাজিল-ভেনেজুয়েলা শুরুর ম্যাচের আগেই যে ভেনেজুয়েলা দলের ১২ জনের করোনা পজিটিভ। শেষ পর্যন্ত কোপার ভাগ্যে কী আছে, কে জানে! ভাগ্যে যা-ই থাকুক। আজ রাতে শুরু হচ্ছে লাতিন অঞ্চলের ফুটবল-যুদ্ধ। ফুটবলপ্রেমীদের লোভাতুর করে দেওয়া এ প্রতিযোগিতার ২৮টি ম্যাচ কখন, কোথায়, সেটি জেনে নিতে ফিকশ্চারে একবার চোখ বুলিয়ে নিন...