ওয়ার্নের শেষ ছবিটি কেমন ছিল, তিনি তখন কী করছিলেন
মৃত্যুর আগে শেন ওয়ার্ন কী করছিলেন! তাঁর শেষ কথাই-বা কী ছিল! শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলীয় কিংবদন্তির আকস্মিক মৃত্যুর পর ক্রিকেট দুনিয়ায় চলছে এসব নিয়েই আলোচনা। থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি বিলাসবহুল ভিলায় ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান সর্বকালের সেরা এই লেগ স্পিনার। তবে তাঁর মৃত্যু আদৌ হার্ট অ্যাটাকে কি না, সে ব্যাপারে তদন্ত চালিয়েছে থাই পুলিশ। গতকাল সোমবার জানা গেছে, ক্রিকেট তারকার মৃত্যু স্বাভাবিক ছিল।
এদিকে ওয়ার্নের এক বন্ধু মৃত্যুর আগে তোলা ওয়ার্নের একটি ছবি শুক্রবারই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। টমাস হল নামের সেই বন্ধুর তোলা ছবিটিই ওয়ার্নের জীবনের শেষ ছবি। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবার এখন অপেক্ষায় শেষকৃত্য আয়োজনের। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত হবে তাঁর শেষকৃত্য।
শুক্রবার সন্ধ্যায় কোহ সামুইয়ের ভিলায় নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। তাঁর সঙ্গে থাইল্যান্ডে যাওয়া বন্ধুই দরজা খুলে তাঁকে সেই অবস্থায় আবিষ্কার করেন। ওই সময় ওয়ার্ন নিজের বিছানায় উপুড় হয়ে পড়ে ছিলেন। টেলিভিশনে তখন অস্ট্রেলিয়া-পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা চলছিল। সিপিআর দিয়ে ওয়ার্নকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন বন্ধুরা। হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা কিংবদন্তি ক্রিকেটারকে মৃত ঘোষণা করেন।