কয়েক দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছেন এভারটনের মার্কিন গোলরক্ষক টিম হাওয়ার্ড। বোল্টনের বিপক্ষে করা তাঁর এই গোলটি প্রিমিয়ার লিগের ১৯ বছরের ইতিহাসে কোনো গোলরক্ষকের চতুর্থ উদাহরণ। ২০০১ সালে প্রথম গোলটি করেছিলেন ডেনিশ গোলরক্ষক পিটার স্মেইকেল। অ্যাস্টন ভিলার হয়ে এভারটনের বিপক্ষে গোলটি করেছিলেন তিনি। ২০০৪ সালে ব্ল্যাকবার্নের হয়ে চার্লটনের বিপক্ষে গোল পান আরেক মার্কিন ব্রাড ফ্রিডেল। ২০০৭ সালে ওয়াটফোর্ডের বিপক্ষে টটেনহামের ইংলিশ গোলরক্ষক পল রবিনসন করেছিলেন তৃতীয় গোলটি। ১৯০০ সালের ১৪ এপ্রিল শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথম গোলরক্ষক হিসেবে গোল করেছিলেন ম্যানচেস্টার সিটির চার্লি উইলিয়ামস, সান্ডারল্যান্ডের বিপক্ষে। গোলের সেঞ্চুরিও আছে এক গোলরক্ষকের। ব্রাজিল ও সাও পাওলোর রজারিও চেনি এখন পর্যন্ত ১০৩টি গোল করেছেন।