
ছবিটা দেখেই প্রশ্ন জাগতে পারে, বিয়ের অনুষ্ঠানে এই আর্সেনাল-ভক্ত কী করছেন? গানারদের জার্সি-শর্টস পরে থাকা এই ভদ্রলোকই কিন্তু বর। ব্যারি জেনকিন্স নামের এই ভদ্রলোক আর্সেনালের সমর্থক। আসলে বলা উচিত একেবারে পাঁড় সমর্থক। নইলে নিজের বিয়েতে কি কেউ স্যুট-টাই ছেড়ে এই জার্সি পরে? স্ত্রীর প্রতিক্রিয়াতেও বোঝা যাচ্ছে, স্বামীর খ্যাপাটেপনায় খুব একটা অসম্মতি নেই তাঁর! পরে জেনকিস অনুভূতিটা তুলনা করেছেন এফএ কাপ জয়ের সঙ্গে! ইএসপিএন।