টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও ‘প্রথম’ ফারজানা

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০০ রান হলো ফারজানা হকেরফাইল ছবি

এ বছরের জানুয়ারিতেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ফারজানা হক। সেই ফারজানাই কাল মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক ছুঁলেন। ওয়েলিংটনে মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রান করার পথে ৫ রানের মাথায় মাইলফলকটি ছুঁয়েছেন বাংলাদেশের ব্যাটার।

অবিশ্বাস্য
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ম্যাচে খালেদ মাসুদ করেছিলেন ৮ রান। মেয়েদের ওয়ানডেতে হাজার ছোঁয়ার ম্যাচেও ফারজানা হকের রান ৮। মাসুদ ও ফারজানা—দুজনই ম্যাচ শুরু করেছিলেন ৯৯৫ রান নিয়ে, শেষ করেছেন ১০০৩ রানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফারজানার (ডানে) ১০০০ রান হয়েছে আগেই
এএফপি

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটার

এক হাজারে বাংলাদেশের প্রথম যাঁরা
ছেলেদের টেস্ট
হাবিবুল বাশার
৮ ডিসেম্বর ২০০২
বিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: ঢাকা
ম্যাচ: ১৬, ইনিংস: ৩১

ছেলেদের ওয়ানডে
খালেদ মাসুদ
১৭ জুলাই ২০০৪
বিপক্ষ: পাকিস্তান, ভেন্যু: কলম্বো
ম্যাচ: ৭৭, ইনিংস ৭১

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ম্যাচে খালেদ মাসুদ করেছিলেন ৮ রান
ফাইল ছবি

ছেলেদের টি–টোয়েন্টি
তামিম ইকবাল
১৩ মার্চ ২০১৬
বিপক্ষ: ওমান, ভেন্যু: ধর্মশালা
ম্যাচ: ৪৯, ইনিংস: ৪৯

মেয়েদের টি–টোয়েন্টি
ফারজানা হক
১৮ জানুয়ারি ২০২২
বিপক্ষ: মালয়েশিয়া, ভেন্যু: কুয়ালালামপুর
ম্যাচ: ৬৯, ইনিংস: ৬৪

মেয়েদের ওয়ানডে
ফারজানা হক
২৫ মার্চ ২০২২
বিপক্ষ: অস্ট্রেলিয়া, ভেন্যু: ওয়েলিংটন
ম্যাচ: ৪৭, ইনিংস: ৪৬