ফ্রান্স তখন ২-০-তে এগিয়ে। ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেলেন করিম বেনজেমা। কিন্তু রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরালেন সুইস গোলকিপার ডিয়েগো বেনাগ্লিয়ো। এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টি মিস এটিই, গোল হয়েছিল আগের ৭ পেনাল্টিতে। সুইস গোলকিপারের ফেরানো ফিরতি বলে আবার শট নিয়েছিলেন ইয়োহান কাবাই, সেটিও ফিরে আসে ক্রসবারে!