বাবরের ব্যাট না হাসলেও এগিয়ে গেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতনের পর সতীর্থদের সঙ্গে বাবর আজমের উদযাপনছবি: এএফপি

করাচিতে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে কি বিরাট কোহলিকে ধরতে পারবেন বাবর আজম? মজা করে এ প্রশ্ন করতেই পারেন ভারতের সমর্থকেরা।

তবে বাবর আজম নিশ্চিতভাবেই অন্তত ওই বিষয়ে আর এক ধাপও ‘এগোতে’ চাইবেন না। তা বিষয়টি কি? এ বছর অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে কোহলি। তিন সংস্করণ মিলিয়ে তাঁর ‘ডাক’সংখ্যা ৫টি।

বাবর এই তালিকায় কোহলির চেয়ে এক ‘ডাক’ পিছিয়ে!

করাচিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২ বল খেলে ০ রানে আউট হন বাবর। নিজে ব্যাটে ভালো না করলেও হাসিমুখেই মাঠ ছেড়েছে তাঁর দল।

ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়ে তিন ম্যাচের এ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০০ রান তোলে স্বাগতিকেরা। তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয় নিকোলাস পুরানের দল।

৫২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। হায়দার আলীর ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬৮ রানের ইনিংস। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ১০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস দুই শ এনে দেয় পাকিস্তানকে।

ওয়েস্ট ইন্ডিজ এ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারেই পিছিয়ে পড়ে। ৫ উইকেটে ৬০ রানে ইনিংসের অর্ধেক পথ পর্যন্ত আসে ক্যারিবিয়ানরা।

শাদাব খান, নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিমরা চেপে ধরায় বেশি দূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রান করেন শাই হোপ। ওডেয়ান স্মিথ করেন ২৪ রান।

৪০ রানে ৪ উইকেট নেন পেসার ওয়াসিম।