বিপিএলে মাশরাফি-তামিমদের নেতৃত্বে মাহমুদউল্লাহ

ঢাকার অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহকে (ডানে)ছবি: শামসুল হক

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনটি আলাদা দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তামিম ইকবালেরও। তবে এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি জাতীয় দলের নেতৃত্বে থাকা মাহমুদউল্লাহকেই। আজ দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানের এক সংবাদ সম্মেলনে ঢাকার অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করা হয়।

ড্রাফটে এ তিনজন একই দলে থাকা নিশ্চিত হওয়ার পরই উঠে এসেছিল অধিনায়কত্বের প্রশ্ন। অবশ্য তখনই তামিম ইঙ্গিত দিয়েছিলেন, নেতৃত্ব পাওয়া উচিত মাহমুদউল্লাহরই। মাহমুদউল্লাহকে দায়িত্ব দেওয়ার পেছনে কারণ হিসেবে মিনিস্টার গ্রুপের মালিক রাজ্জাক খান বলেছেন, ‘আমরা মনে করি, মাহমুদউল্লাহ ভাই টি-টোয়েন্টির জন্য সেরা। তামিম ভাইও অভিজ্ঞ, মাশরাফি ভাইও অভিজ্ঞ, (তবে) সবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। তামিম ভাই, মাশরাফি ভাইও একমত হয়েছেন।’

বিপিএলে একই দলে খেলবেন মাহমুদউল্লাহ, মাশরাফি, তামিমরা
ছবি: বিসিবি

এমন একটা দলের নেতৃত্ব বাড়তি কোনো চাপ কি না, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার কোনো চাপ নেই। যেমন দল পেয়েছি, আমাদের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে—অভিজ্ঞ ও ম্যাচজয়ী ক্রিকেটার আছে। দল হিসেবে ভালো খেলতে হবে, ব্যক্তিগত পর্যায়েও ভালো খেলতে হবে।’

জাতীয় দলের অধিনায়ক তিনি, সংবাদ সম্মেলনে তাই এ বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গও উঠে এসেছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে সব কটি ম্যাচই হারা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবারের বিপিএল কাজে দেবে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘কিছু না কিছু তো অবশ্যই পরিকল্পনা থাকবে (জাতীয় দলকে ঘিরে)। তবে বর্তমানে থাকতে হবে। বিপিএল প্রায় দুই বছর পর খেলছি, গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাদ দিলে। আমার মনে হয় টুর্নামেন্টের অন্যতম বড় দিক হচ্ছে, আমরা আবার আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে আশা করি সেটা কাজে দেবে অনেকের জন্যই।’

আরও পড়ুন

ঢাকার এ দলে মাহমুদউল্লাহরই অধিনায়কত্ব করা উচিত, তামিম সেটি  বলেছেন আবারও, ‘আমার কাছে মনে হয়, টি-টোয়েন্টিতে উনি অসাধারণ করেছেন। তাঁর অধীনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জিতেছি। আমার মন্তব্য করার কিছু নেই—সবাই দেখেছেন তাঁর পারফরম্যান্স। এখনো আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক তিনি (জাতীয় দলে)। তাঁরই অধিনায়ক হওয়া উচিত।’

দল হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার মতো ঢাকা, তামিম বলেছেন সেটি, ‘যখনই কেউ দল গঠন করে, জেতার জন্যই করে। আমাদেরও সেটিই ইচ্ছা। আশা করি, আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারব। প্রক্রিয়া যদি অনুসরণ করতে পারি, দেশি–বিদেশি যারা আছে, তাদের নিয়ে শীর্ষে না যাওয়ার কারণ নেই।’

একসঙ্গে মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহ
ছবি: প্রথম আলো

মাশরাফি ও মাহমুদউল্লাহর সঙ্গে খেলা প্রসঙ্গে তামিমের বক্তব্য, ‘১৪ বছর ধরে একসঙ্গে আছি। মাশরাফি ভাইয়ের সঙ্গে আগের মতো সময় কাটানো হয় না এখন। (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের সঙ্গেও কথা বলতে পছন্দ করি। আশা করি ভালো করব।’

ড্রাফটের আগের দিন ঢাকা দলের মালিকানা বদলে ফেলেছিল বিসিবি। এরপর সেটি নিজেদের কাছে রেখেছিল তারা। পরে মিনিস্টার গ্রুপকে দেওয়া হয় মালিকানা। ২১ জানুয়ারি বিপিএল শুরুর প্রথম দিনই মিরপুরে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা।